Rhea Chakraborty to act in Bengali movie

Rhea Chakraborty: টলিউডে কাজ করবেন রিয়া চক্রবর্তী, জানালেন প্রযোজক রানা সরকার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বাংলা সিনেমায় অভিনয় করতে পারেন রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)। এমনই খবর শোনা যাচ্ছে। সৌজন্যে প্রযোজক রানা সরকার (Rana Sarkar)। সোশ্যাল মিডিয়ায় তিনিই রিয়াকে কলকাতায় আসার আমন্ত্রণ জানিয়ে ছবি পোস্ট করেছেন।

তবে কি সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা পদার্পন করবেন টলিউডে?  । ২জুলাই রিয়ার জন্মদিন। এই বিশেষ দিনে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়ে, টুইটে করে রানা লেখেন, ‘শুভ জন্মদিন রিয়া। জীবনের চাকা ঘুরতে থাকুক। কলকাতায় এসে আমাদের সঙ্গে যোগ দাও।’ রিয়ার ছবি ছাড়াও আরেকটি ছবি পোস্ট করেন টলিউড প্রযোজক। তাতে লেখা ছিল, “জীবনটা মহড়া নয়।”

বিগত দু’বছরে রিয়াকে ঘিরে থেকেছে নানা বিতর্ক। এখনও আইনি জটিলতায় জর্জরিত ৩০ বছর বয়সী অভিনেত্রী। রানা অবশ্য বললেন, ‘আমি এই বিষয়গুলো নিয়ে ভাবছি না। একজন শিল্পী বিতর্কে জড়িয়ে পড়লে তাঁর শিল্পীসত্তা নষ্ট হয়ে যায় না। রিয়ার সঙ্গে অন্যায় হয়েছে। আমি মনে করি ওঁর কোনও দোষ ছিল না।’

আরও পড়ুন: Alia Bhatt: আমাদের সন্তান আসছে, সোশ্যাল মিডিয়ায় সোনোগ্রাফির ছবি পোস্ট আলিয়ার

কোন ধরনের ছবিতে দেখা যাবে রিয়াকে? অভিনেত্রীর বিপরীতে কেউ থাকছেন? রানার উত্তর, ‘সেগুলো সময়ের সঙ্গে জানা যাবে। হয়তো ওঁর বিপরীতে কেউ নাও থাকতে পারে। অন্য ধরনের চিত্রনাট্য ভাবা হতে পারে ওঁর জন্য। তবে এটুকু বলতে পারি, রিয়ার কাজ আমি দেখেছি। উনি ভালো অভিনয় করেন। বাংলাটাও বলতে পারেন। তাই ওকে নিয়ে কাজ করতে ভালোই লাগবে।’

টেলিভিশনের সঞ্চালক হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন রিয়া। তেলুগু সিনেমার মাধ্যমে সিনেমার জগতে সফর শুরু করেন তিনি। বলিউডের রিয়ার যাত্রা শুরু হয় ‘মেরে ড্যাড কি মারুতি’ সিনেমার মাধ্যমকে। তারপর থেকে হাতে গোনা কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন রিয়া। মাঝে সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। ২০২০ সালে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তারপর থেকেই রিয়ার জীবনে ঝড় বয়ে যায়।

মাদক যোগের অভিযোগে রিয়াকে গ্রেপ্তার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। প্রায় একমাস জেলে কাটানোর পর জামিন পান অভিনেত্রী।  ২০২১ সালে মুক্তি পায় অমিতাভ বচ্চন, ইমরান হাসমি অভিনীত ‘চেহরে’। সে ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন রিয়া। কিন্তু সুশান্তকাণ্ডের পর তাঁকে ছবি প্রচারে সেভাবে দেখা যায়নি। তবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন রিয়া।

আরও পড়ুন: Achena Uttam: খ্যাতির চূড়ায় দাঁড়িয়ে একা এবং নিঃসঙ্গ, মুক্তি পেল ‘অচেনা উত্তম’- এর ট্রেলার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest