এই প্রথম অনস্ক্রিনে অঙ্কুশ এবং ঋতাভরী। ছবির নাম ‘এফআইআর’। পরমব্রত চট্টোপাধ্যায়ের প্রযোজনায় ক্রাইম থ্রিলারে অভিনয় করছেন টলিপাড়ার এই নতুন জুটি। বোলপুরে শ্যুটের পরে এখন কলকাতায় ‘এফআইআর’-এর শ্যুট চলছে।
অঙ্কুশ এবং ঋতাভরী ছাড়া এ ছবিতে অভিনয় করছেন বনি সেনগুপ্ত এবং ফালাক রশিদ রায়। ছবিতে অঙ্কুশ এবং বনি দু’জনকেই দেখা যাবে পুলিশের চরিত্রে। দুর্নীতিগস্ত পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবেন বনি। তাঁর সিনিয়রের চরিত্রে দেখা যাবে অঙ্কুশকে। কিছু দিন আগেই ‘অভিযান’-এর শ্যুটিং শেষ করেছেন পরমব্রত।
আরও পড়ুন:
এ বার তাঁর প্রযোজনায় নতুন ছবি পরিচালনা করছেন জয়দীপ মুখোপাধ্যায়। পরমব্রতর আগের ছবি ‘তিকি তাকা’তেও গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন ঋতাভরী। নিজের প্রযোজনা সংস্থাও খুলেছেন অভিনেত্রী। শোনা গিয়েছে, ঋতাভরীর চরিত্রের ফরেনসিক রিপোর্টের উপর ভিত্তি করেই ছবিতে রহস্যের কিনারা করবেন বনি এবং অঙ্কুশের টিম।
‘এফআইআর’-এর (FIR) বনির বিপরীতে অভিনয় করবেন ফালাক রশিদ রায়। ২০১৯ সালে রাজ চক্রবর্তী (Raj Chakraborty) পরিচালিত সায়ন্তিকার চরিত্রে অভিনয় করেছিলেন ফালাক। অরিন্দম শীলের (Arindam Sil) আসন্ন ছবি ‘মায়াকুমারী’তেও রয়েছেন তিনি।
আরও পড়ুন: