Ritabhari Chakraborty: Tollywood actress Ritabhari Chakraborty announces her pregnancy on her social media account

Ritabhari Chakraborty: মা হচ্ছেন ঋতাভরী! খবর দিতেই সকলের প্রশ্ন, সন্তানের বাবা কে?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

টলিপাড়ায় হইহই – রইরই! হল টা কী! ঋতাভরী নাকি অন্তঃসত্বা! মা হতে চলেছেন অভিনেত্রী। নিজের সোশ্যাল মিডিয়ায় অন্তত সেই খবর জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার বিকেলে ঋতাভরী সামাজিক মাধ্যমে লিখলেন, ‘এই খবর সকলকে জানাতে পেরে খুব খুশি যে আমি ও আমার স্বামী প্রেগন্যান্ট। আপনাদের সবার ভালোবাসা ও আশীর্বাদ প্রয়োজন।’ তবে ঋতাভরীর এই প্রশ্ন দেখে অনেকের মনেই উঠল অনেক ধরনের প্রশ্ন। কেউ লিখলেন, ‘বিয়ে কবে হল’। আরেকজনের মন্তব্য, ‘এটা কি কোনও প্র্যাঙ্ক নাকি নতুন প্রোজেক্ট?’ যদিও কেউ কেউ এসবে না জড়িয়ে নিখাদ শুভেচ্ছা আর ভালোবাসায় ভরিয়ে দিলেন অভিনেত্রীকে।

আরও পড়ুন: Shubhneet Singh: ‘খালিস্তান’ সমর্থনের অভিযোগ, বাতিল কানাডিয়ান গায়কের ভারত সফর

অভিনেত্রীর এই পোস্ট প্রকাশ্যে আসার পর যেন বাজ পড়েছে। বিবাহবিচ্ছেদের পর নুসরত জাহানের মা হওয়ার খবর প্রকাশ্যে আসার পরেও এই একই আলোচনা শুরু হয়েছিল। প্রশ্ন উঠেছিল নুসরতের সন্তানের বাবা কে? ঋতাভরীর এই ঘোষণার পরেও উঠছে এমনই সব প্রশ্ন৷ অনেকেই ‘স্বামী’ শব্দটি দেখে বিভ্রান্ত। কখন কাকে বিয়ে করলেন ঋতাভরী?

বিয়ের কথা চলছিল ঋতাভরী চক্রবর্তী আর তথাগত চট্টোপাধ্যায়ের। নিজের মুখে সেকথা সংবাদমাধ্যমকে জানিয়েওছিলেন নায়িকা। ভরা লকডাউনে একে-অপরকে মন দিয়েছিলেন তাঁরা। তথাগত পেশায় ডাক্তার।পরে রটে যায় বিচ্ছেদ হয়ে গিয়েছে তথাগত আর ঋতাভরীর। শোনা যেতে থাকে, তথাগতর বাড়ির লোকের অমতেই নাকি ভেঙে যায় ঠিক হয়ে যাওয়া বিয়ে। যদি তথাগতর সঙ্গে প্রেম না থাকে, তা হলে এই মুহূর্তে কার সঙ্গে সম্পর্কে রয়েছেন নায়িকা? তাঁকে কি এক ফাঁকে বিয়েও করে ফেলেছেন নাকি? হাজারও প্রশ্ন ঘুরেফিরে আসছে৷

এরই মধ্যে অনেকের জল্পনা, নায়িকার এই পোস্ট কোনও ছবির প্রচার হতেই পারে? যদিও সে সম্পর্কে এখনই মুখ খুলতে নারাজ অভিনেত্রী। ‘ফাটাফাটি’ মুক্তির পর পরিচালক মীর ফলকের নতুন সিরিজের মাধ্যমে ওটিটিতে হাতেখড়ি হতে চলেছে ঋতাভরীর।

আরও পড়ুন: Jawan: চার দিনে ৫০০ কোটি পার! নিজেই নিজের রেকর্ড ভাঙছেন শাহরুখ ‘জওয়ান’ খান

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest