Road Accident: Kannada actor Suraj Kumar loses his leg in major road accident

Road Accident: হাইওয়েতে বাইক দুর্ঘটনা, প্রাণ বাঁচাতে পা কেটে বাদ অভিনেতার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সড়ক দুর্ঘটনার কবলে কন্নড় অভিনেতা সূরজ কুমার। বাইকে চড়ে মাইসুরু থেকে উটি যাচ্ছিলেন অভিনেতা। সেই সময় এই দুর্ঘটনা ঘটে মাইসুরু-গুন্ডলেপুর হাইওয়ে। প্রাণ বাঁচতে ডান পা কেটে বাদ দিতে হল তাঁর। আপাতত মাইসুরু মণিপাল হাসপাতালে ভর্তি রয়েছেন সূরজ।

সূরজ তাঁর ভক্তদের কাছে ‘ধ্রুওয়ান’ নামেও পরিচিত।জানা যাচ্ছে, কর্ণাটকের বেগুরের কাছে মাইসুরু-গুন্ডলুপার হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। তাঁকে দ্রুত মাইসুরুর মণিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানাচ্ছেন সুরজ তাঁর ডান পায়ে একটি বড়সড় আঘাত পেয়েছেন। অভিনেতার জীবন বাঁচাতেই তাঁর ডান পায়ের হাঁটুর নীচের অংশ কেটে ফেলতে হয় বলে জানাচ্ছেন চিকিৎসকরা।

আরও পড়ুন: Choi Sung Bong: জনপ্রিয় কে-পপ গায়কের রহস্য মৃত্যু, শোকস্তব্ধ দক্ষিণ কোরিয়ার বিনোদন জগৎ

২৪ বছর বয়সী এই অভিনেতা কর্ণাটকের জনপ্রিয় অভিনেতা ড: রাজকুমারের স্ত্রী পারবথাম্মার ভাইপো। পারবথাম্মা নিজেও একজন প্রযোজক, ও ফিল্ম ডিস্ট্রিবিউটর। সূরজ কুমার আবার চলচ্চিত্র প্রযোজক এস এ শ্রীনিবাসের ছেলে। দুর্ঘটনার পরেই সুরজকে হাসপাতালে দেখতে যান কন্নড় সুপারস্টার শিবরাজ কুমার ও তাঁর স্ত্রী। পুলিশ সূত্রে জানা যায়, সূরজ বাইক চালিয়ে মাইসুরু থেকে উটির দিকে যাচ্ছিলেন। এই সময়েই একটি ট্রাক্টরকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ও তারপর সেটি একটি লরিতে ধাক্কা মারে। তখনই লরির চাকায় পিষে যায় সূরজের ডান পা। সেই পা কেটে বাদ না দিলে বাঁচানো যেত না অভিনেতাকে, এমনটাই দাবি চিকিৎসকদের।

বরাবরই বাইক চালাতে ভালোবাসেন সূরজ। তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইল খুললেই দেখা যায়, বাইকের প্রতি তাঁর প্রেম। প্রায়ই বাইক চালানোর ভিডিয়ো পোস্ট করতেন তিনি। তাঁর স্টাইলিশ হার্লে ডেভিডসন চেপে ছবিও পোস্ট করেন তিনি। শুধু অভিনেতাই নয়, সুরজ ফিটনেস বিশেষজ্ঞও। প্রায়শই শরীরচর্চ্চার ভিডিয়ো ও ছবি পোস্ট করতেন তিনি। সিনেমার জগতে আসার আগেই নিজের নাম সুরজ থেকে ধ্রুওয়ান করেন তিনি। অনুপ অ্যান্টনি ছবি ‘ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা’র হাত ধরেই কন্নড় ছবিতে ডেবিউ করার কথা ছিল তাঁর। কোনও অজানা কারণে স্থগিত রাখা ছিল সেই প্রজেক্ট। এছাড়াও প্রিয়া প্রকাশ ভারিয়ারের সঙ্গেও একটি ছবি সাইন করেছিলেন তিনি। কিন্তু তার আগেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।

আরও পড়ুন: Malaika-Arjun: প্রেমিক অর্জুনের জন্মদিনে ৪৯-এর মালাইকার নাচ দেখে ঘুম উড়ল অনুরাগীদের

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest