Rubina Dilaik-Abhinav Shukla welcome twins? Trainer congratulates couple

Rubina Dilaik: ফুটফুটে যমজ সন্তানের জন্ম দিলেন টেলিপর্দার ‘ছোটি বহু’! ছেলে হল না মেয়ে?

রবিবাসরীয় দুপুরেই এল সুখবর। টেলিপর্দার জনপ্রিয় ‘ছোটি বহু’র মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই খুশিতে ডগমগ হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির তারকাবন্ধুরা। অভিনেত্রীর জিম প্রশিক্ষকের তরফেই রুবিনার যমজ সন্তানের মা হওয়ার খবর ছড়িয়ে পড়েছে।

চলতি বছরের আগস্ট মাসেই মা হওয়ার সুখবর দিয়েছিলেন টেলি অভিনেত্রী। সেই সময়ে স্বামী অভিনব শুক্লার সঙ্গে বেবিবাম্প নিয়ে বোল্ড ফটোশুট করে সোশাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছিলেন রুবিনা। সেই সাহসী ফটোশুট নিয়ে কম চর্চা হয়নি নেটপাড়ায়। হবু মায়ের পরনে ছিল সাদা কাচুলি। অনাবৃত স্ফিতোদর। চোখেমুখে মাতৃত্বের ঝলক যেন ঠিকরে পড়ছিল। পুরোদস্তুর স্বামী সোহাগী অবতারেই ধরা দিয়েছিলেন রুবিনা। এবার যমজ সন্তানের মা হওয়ার খবর শোনা গেল। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনওরকম বার্তা দেননি মা-বাবা রুবিনা-অভিনবর কেউই। তবে বলিউড সংবাদমাধ্যম সূত্রে খবর, তারকাজুটির যমজ কন্য়াসন্তানই হয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Varinder Chawla (@varindertchawla)

২০১৮ সালে ভালোবেসে বিয়ে করেন হিন্দি টিভির এই দুই তারকা। এরপর তাঁদের একসঙ্গে দেখা যায় ২০২০ সালের বিগ বস ১৪-তে। ট্রফি জেতেন রুবিনা, হারিয়ে দেন রাহুল বৈদ্যকে। তবে এই জার্নিতে বউকে যোগ্য সঙ্গত দিয়েছিলেন অভিনব। তখন থেকেই জনপ্রিয় তাঁদের জুটি।

বিগ বস-এ থাকাকালীনই রুবিনা একটি টাস্কের সময় ফাঁস করেছিলেন, যখন তাঁদের কাছে এই শো-র অফার আসে তখন তাঁরা ডিভোর্সের কথা ভাবছিলেন। যা জানত না পরিবারও। দুজনের মাঝে দূরত্ব এত বেড়েছিল যে আলাদা হওয়ার সিদ্ধান্তই নিয়ে ফেলেছিলেন। এরপর বিগ বসের অফার এলে ঠিক করেন, একসঙ্গে এই গেম শো-তে ভাগ নিয়ে নিজেদের সম্পর্ককে আরও একটা সুযোগ দেবেন। আর সেই ভাবনা যে একেবারে সঠিক ছিল তা প্রমাণ হয়ে যায় ঘরের অন্দরে বন্দি থাকাকালীনই। সব ঝগড়ায় অভিনব আর রুবিনা ঢাল হয়ে দাঁড়াতেন একে-অপরের। আর তাঁদের সেই বন্ডিং বিগ বসের পরেও ভাঙেনি। আর এখন তো নতুন সদস্যকে নিয়ে চুটিয়ে সংসার করার পালা।