সাত ভাই চম্পা শেষ কিন্তু এখনো বাঙালি দর্শক ধারাবাহিকের চরিত্রগুলো ভুলতে পারেনি। বিশেষ করে রাঘবেন্দ্র ও পারুল চরিত্রকে। এদের আসল নাম প্রমিতা ও রুদ্রজিত তবু দর্শক এদের সাত ভাই চম্পার রাঘব আর পারুল বলতেই অভ্যস্ত। ধারাবাহিক শেষ হয়ে গিয়েছে একবছরের বেশি। কিন্তু মানুষ এই ধারাবাহিকের রেশ কাটাতে পারেনি। এই নায়ক নায়িকা রিলে প্রেম করতে করতে বাস্তবেই প্রেমে পড়েছেন।
গত বছরে ফেব্রুয়ারিতে নিজেদের প্রেমের কথা প্রকাশ্যে আনেন। এরা কিন্তু রিল থেকে রিয়েলে খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন। এবছর ভ্যালেন্টাইন্স ডে তেই দুই পরিবারকে সাক্ষী রেখে নিজেদের এনগেজমেন্ট সারার পরিকল্পনা করেছেন। রুদ্রজিতের গ্রামের বাড়ি পুরুলিয়াতে সারবেন এই কাপল নিজেদের এনগেজমেন্ট ও রেজিস্ট্রি।নিজেদের বাগদানের রিসর্টও ঠিক করে নিয়েছেন তাঁরা।
আরও পড়ুন: ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের টুইটারে মৌনি রায়ের উষ্ণ ছবি! নেট পাড়ায় মিমের ঢল
এনগেজমেন্টের আর বেশি দিন বাকি নেই। এর মধ্যে নিজেরা কাপল গোল দেবেনা তা কি কখনো হয়। এক রেস্তোরাতে বসে অন্তরঙ্গ মুহূর্ত কাটালেন অভিনেতা নিজেই নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করলেন। রুদ্রজিতের পরণে লাল টিশার্ট আর প্রমিতা ব্ল্যাক লেডার জ্যাকেট আর টপ আর খোলা চুলে আরো বেশি সুন্দরী লাগছিলেন।
একে অপরের হাত ধরে পোজ দিলেন অভিনেত্রী। ক্যপশানে লিখলেন,”সুন্দর একটি বিকেল কাটালাম আমার ভালোবাসার সাথে”। নিমেষে ভাইরাল এদের এই অন্তঃরঙ্গ মুহূর্ত।
আরও পড়ুন: মায়ের মতোই নাচে দক্ষ, শ্রীদেবী-কন্যা জাহ্নবীর বেলি ডান্স দেখে মুগ্ধ নেটদুনিয়া