Saif Ali Khan, Son Taimur Jet Off To Kalimpong To Reunite with Kareena Kapoor Khan

Saif-Kareena: বাবাকে নিয়ে দার্জিলিংয়ে তৈমুর! পাহাড়ে করিনা আর ছোট ছেলের সঙ্গে পুরো ‘নবাব’ পরিবার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব সিরিজ ‘ডিভোশন অব সাসপেক্ট এক্স’-এর শ্যুটে করিনা রয়েছেন উত্তরবঙ্গে। ছোট ছেলে জেহকে নিজের সঙ্গে নিয়ে এসেছেন তিনি। তবে এবার করিনা-জেহর সঙ্গে যোগ দিলেন সইফ আর তৈমুর। বৃহস্পতিবারই বাগডোগরা বিমানবন্দরে নামেন বাবা-ছেলে।

বৃহস্পতিবার দুপুরে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছলেন সইফ আলি খান এবং তৈমুর আলি খান। সুরক্ষা বলয় তৈরি করা হয়েছিল বলিউডের ‘নবাব’-এর জন্য। মানুষের ভিড়ের মধ্যে দিয়ে গাড়িতে উঠলেন তাঁরা। সাংবাদিকদের দিকে তাকিয়ে হাতও নাড়ালেন নায়ক। গত ১০ মে থেকে করিনা এবং তাঁর ছোট ছেলে জাহাঙ্গীর আলি খান কালিম্পংয়ে রয়েছেন। ‘মুভি ক্রাফট মিডিয়া’ প্রযোজিত বাঙালি পরিচালক সুজয় ঘোষের ডিভোশন অব সাসপেক্ট এক্স’-এর শ্যুটিং চলছে কালিম্পং এবং দার্জিলিং-এ। সেখানেই বড় ছেলেকে নিয়ে স্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেন সইফ।

এই ছবি দিয়েই ওটিটি-তে হাতেখড়ি করিনার। জাপানি লেখক কেইগো হিগাশিনোর উপন্যাস থেকে চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন সুজয়। জনপ্রিয় জাপানি সাহিত্যিক কেইগো হিগাশিনোর অন্যতম আলোচিত বই ‘দ্য ডিভোশন অফ সাস্পেক্ট এক্স’ অনুযায়ী লেখা হয়েছে এই ছবির চিত্রনাট্য। তবে একবারে ভারতীয় ছাঁচে। করিনার সঙ্গে এই ছবিতে সঙ্গ দেবেন ‘পাতাললোক’ ওয়েব সিরিজ খ্যাত বলি-অভিনেতা জয়দীপ অহলাওয়ত। করিনা-জয়দীপের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে বিজয় বর্মাকেও।

শ্যুটিংয়ের একাধিক ছবি পোস্ট করেছেন করিনা। কখনও জে-কে নিয়ে কালিম্পংয়ের হোটেলের বারান্দায় বসে। কখনও বা একাই। রূপটান এবং কেশসজ্জা চলছে সবুজ পাহাড়ের সামনেই। কখনও বা কালিম্পংয়ের এক রেস্তরাঁয় সদলবলে সুস্বাদু ‘খাওসে’ খেয়ে মুগ্ধ ‘লাল সিং চড্ডা’র নায়িকা। চেটেপুটে খেয়েছেন সুস্বাদু বার্মিজ পদ। ছবিও দিয়েছেন তিনি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest