Sairity Banerjee: Bengali serial Actress Sairity Banerjee got admitted in hospital

Sairity Banerjee: হাসপাতালে ভর্তি অভিনেত্রী সৈরিতি বন্দ্যোপাধ্যায়, কী হয়েছে তাঁর ?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

অসুস্থ অভিনেত্রী সৈরিতি বন্দ্যোপাধ্যায়। একটি বেসরকারি হাসপাতালে শুক্রবার অভিনেত্রীকে ভর্তি করা হয়েছে। আপাতত তিনি চিকিৎসাধীন।

ঠিক কী কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছে অভিনেত্রীকে? ঠিক কী হয়েছিল তাঁর? একটি বিশিষ্ট সংবাদমাধ্যমকে সৈরিতি জানিয়েছেন, গত পরশু থেকেই শরীরের অবনতি হতে শুরু করে তাঁর। চোখ খুলতে পারছিলেন না। অভিনেত্রী জানিয়েছেন পেটের সমস্যায় ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার তাই ওষুধও খেয়েছিলেন তিনি। ডিহাড্রেশনের কারণেই মূলত শরীর আরও খারাপ হয়েছিল তাঁর। খানিকটা ভয় পেয়ে গিয়েছিলেন বলেও জানিয়েছেন সৈরিতি। তবে এখন সুস্থ তিনি। আর এক-দু’দিনের মধ্যে ছাড়াও পেয়ে যাবেন তিনি।  নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে হাসপাতালে ভর্তি অবস্থায় ছবিও দিয়েছেন সৈরিতি।

আরও পড়ুন: Bollywood News: এ বার সুহানার ছবিতে শাহরুখ! কবে বাবা-মেয়ে জুটিকে দেখা যাবে পর্দায়?

মেয়ে হওয়ার কারণে বেশ কিছুদিন ছোট পর্দা থেকে দূরে ছিলেন টেলি অভিনেত্রী। তবে এখন চুটিয়ে অভিনয় করছিলেন ছোট পর্দায়। কিছুদিন আগেও প্রিয় বন্ধু তৃণা সাহা এবং নীল ভট্টাচার্যের শহরের একটি বিলাসবহুল রেস্তরাঁতে পার্টি করতে দেখা গিয়েছিল সৈরিতিকে।

এই মুহূর্তে সান বাংলার ‘টুম্পা অটোওয়ালি’ ধারাবাহিকে কাজ করছেন তিনি। শ্যুটিংও বন্ধ অসুস্থতার কারণে।

আরও পড়ুন: Bigg Boss OTT 2: বিগ বসের ঘরে বহু সময় ধরে লিপ কিস জাদ-আকাঙ্ক্ষার, দেখুন Viral Video

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest