Salman Khan and his father Salim receive threat letter

মুসেওয়ালার মতো পরিণতি হবে’, সলমন খানকে খুনের হুমকি, দায়ের এফআইআর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

হুমকি চিঠি পেলেন বলিউড অভিনেতা সলমন খান এবং তাঁর বাবা সেলিম খান। সেই হুমকি চিঠির পরিপ্রেক্ষিতে বান্দ্রা থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তদন্ত চলছে।

প্রতিদিন প্রাতঃভ্রমণে বেরোন সলমন খানের বাবা সেলিম খান। রবিবারও তার অন্যথা হয়নি। সকালে হাঁটাহাঁটির মাঝে একটি জায়গায় বসে বিশ্রাম নেন তিনি। ওই জায়গা থেকেই হুমকি চিঠিটি পাওয়া গিয়েছে। চিঠিতে কারও নামোল্লেখ নেই। ওই চিঠিতে সলমন খান এবং তাঁর বাবাকে খুনের হুমকি দেওয়া হয়। চিঠিতে লেখা হয়, “সিধু মুসেওয়ালার মতো পরিণতি হবে।” ওই চিঠির কথা জানিয়ে ইতিমধ্যেই মুম্বইয়ের বান্দ্রা থানায় এফআইআর দায়ের করা হয়েছে। সলমনকে পাঠানো হুমকি চিঠির সঙ্গে সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডে জড়িত গ্যারেস্টার লরেন্স বিষ্ণোইয়ের যোগ রয়েছে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: Sherdil : বাঘের সঙ্গে লড়াই পঙ্কজের! দেখুন ‘শেরদিল’-এর গায়ে কাঁটা দেওয়া ট্রেলার

এর আগেও হুমকি ফোন এবং চিঠি পেয়েছেন ‘ভাইজান’। শোনা যায়, সে সবের নেপথ্যে ছিল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। রাজস্থানে কৃষ্ণসার হত্যা মামলায় সলমন কোর্টে যাওয়ার আগে নাকি খুনের হুমকি দিয়েছিল সে। সাম্প্রতিক সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডেও আততায়ী হিসেবে উঠে আসছে তারই নাম। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, কৃষ্ণসার হত্যা মামলা চলাকালীন সলমনকে ওই গ্যাংস্টার হুমকি দেয়, যোধপুরেই খুন হতে হবে নায়ককে। সিধু মুসেওয়ালার মৃত্যুর পরে সলমন নতুন করে হুমকি চিঠি পেতে তাই সন্দেহ গিয়ে পড়ছে তার উপরেই।

সম্প্রতি পঞ্জাবি গায়ক তথা কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালার মৃত্যুর পর থেকেই মুম্বই পুলিশের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। দীর্ঘদিনই পঞ্জাবি গায়কের হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত লরেন্স বিষ্ণোইয়ের নিশানায় আছেন সলমন। তাই কোনওরকম ঝুঁকি না নিয়ে সলমনের নিরাপত্তা বাড়ানো হয়।

আরও পড়ুন: Chine Badam: মুক্তির পাঁচদিন আগে ‘চিনে বাদাম’ থেকে সরে দাঁড়ালেন যশ দাশগুপ্ত

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest