ড্রাইভার-স্টাফ কোভিড পজিটিভ, হোম আইসোলেশনে সলমন খান

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ভাইজানের ভক্তদের জন্য খারাপ খবর। এবার করোনা (Coronavirus) আক্রান্ত বলিউড তারকা সলমন খানের (Salman Khan) গাড়ির চালক ও দুই কর্মী। আগামি ১৪ দিন নিজের বাড়িতেই আপাতত আইসোলেশনে থাকবেন বলিউড তারকা। তাঁর পরিবারের বাকিরাও গৃহবন্দি থাকবেন বলে জানা গিয়েছে। আক্রান্ত কর্মী ও চালককে হাসপাতালে ভরতি করা হয়েছে।

সূত্রের খবর, সম্প্রতি সলমন খানের গাড়ির চালক অশোক করোনা ভাইরাসে আক্রান্ত হন। গাড়ির চালকের পাশপাশি অভিনেতার বাড়ির আরও দুই কর্মী আক্রান্ত হন কোভিডে। তাঁদের বম্বে হাসাপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। এরপরই সলমন নিজেকে গৃহবন্দি করে ফেলেন। সলমনের পাশাপাশি গ্যালাক্সির অন্য বাসিন্দারাও নিজেদের নিভৃতাবাসে রাখবেন বলে খবর। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত সলমন খান নিজে এখনও সুস্থই রয়েছেন।

আরও পড়ুন : ভালোবাসার মানে কী? নিখিলের জন্মদিনে দেশি লুকে ক্যামেরাবন্দি নুসরত দিলেন উত্তর

বর্তমানে বিগ বিস ১৪-র শ্যুটিংয়ে ব্যস্ত সলমন খান। নিজেকে গৃহবন্দি করার ফলে বিগ বসের শ্যুটিং ‘ভাইজান’ কীভাবে করবেন বলে প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে সলমনের গোটা পরিবার সেলিম খান এবং সালমা খানের বিবাহবার্ষিকীর অনুষ্ঠান পালনের জন্য প্রতিবারের মতো এবারও মুখিয়ে ছিল। কোভিডের আচমকা হানায় এবার ওই অনুষ্ঠান নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

প্রসঙ্গত, মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ১৭ লক্ষ ছাড়িয়েছে। এখানে করোনায় ১৭ লক্ষ ৫৭ হাজারেরও বেশি আক্রান্ত রয়েছে এবং ৪৬ হাজার ২০০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছেন। মহারাষ্ট্রে করোনার ৮০ হাজার ২২১ টি সক্রিয় আক্রান্ত রয়েছেন এবং ১৬ লক্ষ ৩০ হাজার ১১১ জন রোগী সুস্থ হয়েছেন। একই সময়ে, মুম্বইয়ে করোনার প্রায় ২ লক্ষ ৭১ হাজার ৫০০ এরও বেশি জন আক্রান্ত হয়েছেন এবং ১০ হাজার ৬১৫ জন মারা গেছেন।

আরও পড়ুন : আসছে তীরন্দাজ শবর! ২৫ নভেম্বর থেকে শ্যুটিং শুরু, দেখুন মহরতের ছবি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest