Salman Khan requests his fans not to waste milk on posters

দুধ দিয়ে স্নান করানো হল ‘অন্তিম’এর পোস্টার! ক্ষুব্দ সলমন বললেন ‘দুঃস্থ শিশুদের দাও’

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সদ্য মুক্তি পেয়েছে সলমনের নতুন ছবি ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’। দু’ দিনেই প্রায় ১০ কোটির ব্যবসা করে ফেলেছে ছবিটি। ভাইজানের নতুন ছবি নিয়ে ভক্তদের উচ্ছ্বাসের শেষ নেই। প্রেক্ষাগৃহের বাইরে সলমন খানের পোস্টার। পরম যত্নে তাকে দুধে স্নান করাচ্ছেন অনুরাগীরা। ‘ভাই-পুজো’-র এমনই এক ভিডিয়ো পৌঁছেছে স্বয়ং ‘ভাইজান’-এর কাছে। ইনস্টাগ্রামে সেটি পোস্টও করেছেন তিনি। তবে আপ্লুত হয়ে নয়। বেজায় রেগে।

অনুরাগীদের উদ্দেশে বার্তা দিয়েছেন সলমন। লিখেছেন, ‘অনেকে জলটুকু পাচ্ছেন না। আর আপনারা এ ভাবে দুধ নষ্ট করছেন? আপনাদের অনুরোধ করছি, গরীব শিশুদের দুধ খাওয়ান। যারা দুধ খেতে পায় না, তাদের সাহায্য করুন।’

 

View this post on Instagram

 

A post shared by Salman Khan (@beingsalmankhan)


শনিবার আরও একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন সলমন। সেখানে দেখা যাচ্ছে, আলোর বাজি ফাটানো হয়েছে হলের ভিতরে। আর আগুনের ফুলকি উড়ে এসে পড়ছে আগত দর্শকদের মাথায়-গায়ে। হুড়োহুড়ি পড়ে যায় হলের মধ্যে। কেউ কেউ আবার গোটা ঘটনা ক্যামেরাবন্দি করতে ব্যস্ত হয়ে পড়েন। সলমন খানের সিনেমা হলে মুক্তি পাওয়ার আনন্দে এতটাই মশগুল সবাই যে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে সেকথা কারও মাথাতেই আসেনি। তখনও কিন্তু পরদায় চলছিল ‘অন্তিম’। সেই ভিডিও দেখেও বিরক্তি প্রকাশ করেছেন অভিনেতা।

 

View this post on Instagram

 

A post shared by Salman Khan (@beingsalmankhan)

নেটমাধ্যমে লিখেছেন, ‘অনুরাগীদের কাছে অনুরোধ, প্রেক্ষাগৃহে বাজি নিয়ে যাবেন না। এতে একটা বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। যা প্রাণঘাতীও হতে পারে।’ প্রেক্ষাগৃহের মালিকদেরও আরও সতর্ক হওয়ার বার্তা দিয়েছেন ‘টাইগার’। তাঁর পরামর্শ, কোনও ব্যক্তি বাজি নিয়ে এলে, তাঁকে যেন প্রেক্ষাগৃহে প্রবেশ করতেই না দেওয়া হয়। পাশাপাশি কড়া নজরদারি চালানোর কথাও বলেছেন সলমন।

সলমন-প্রেমীদের এই উচ্ছ্বাস নতুন নয়। ‘ভাইজান’-এর ছবি মুক্তি তাঁদের কাছে এক প্রকার উৎসবই বটে।

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest