Salman Khan shares a photo with mystery girl

Salman Khan: ‘সারাজীবন আগলে রাখব’ কার জন্য বলেন ভাইজান? কার ছবি শেয়ার করলেন ?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বহু নারীর সঙ্গে নাম জড়ালেও, বিয়েটা এখনও অধরাই ভাইজানের(Salman Khan)। এবার রহস্যময়ীর সঙ্গে ছবি দিয়ে জল্পনা বাড়ালেন সলমন।ভাইজান লিখেছেন- “সারা জীবন তোমাকে আগলে রাখব।” এখানেই শেষ নয়, যে ছবি তিনি পোস্ট করেছেন। তার মাঝখানেও আদুরে বার্তা। লেখা- “আমার হৃদয়ের একটা টুকরো। কাল পরিচয় করাচ্ছি সকলের সঙ্গে।” এদিকে সেই মহিলার পিছনে লেখা- ‘২৭/১২’। সেই তারিখেই সম্ভবত নতুন চমক দিতে চলেছেন বলিউড সুপারস্টার। তবে কে এই রহস্যময়ী নারী? জল্পনা তুঙ্গে।সলমন খানের ক্যাপশন পড়েই ভক্তদের কৌতূহল আরও বেড়ে গেল। রোম্যান্টিক পোস্টার দেখে অনেকেরই মন্তব্য, “কে এটা বউদি নাকি?” আবার কেউ বলছেন, “নিশ্চয় নতুন কোনও ছবির প্রচার?” ছবির মধ্যেই লেখা ‘‘আগামিকাল আমার ভালবাসার একটা ছোট্ট নিদর্শন শেয়ার করব।’’ এই পোস্টের ক্যাপশনে অভিনেতা লেখেন, ‘‘তোমার পিছনে সব সময় আমি আছি।’’

সলমনের সঙ্গে এই নারী আর কেউ নন। তাঁর বোনঝি আলিজা অগ্নিহোত্রী। যিনি ভাইজানের বড় বোন আরভিরা খান ও অভিনেতা-প্রযোজক অতুল অগ্নিহোত্রীর মেয়ে। ‘ফারে’ ছবি দিয়েই আলিজা বলিউডে পা রাখতে চলেছেন। নভেম্বর মাসের ২৪ তারিখ রিলিজ করবে সেই ছবি। সেই বোনঝিকে নিয়েই হয়তো নতুন কোনও চমক দিতে চলেছেন সলমন। ইন্ডাস্ট্রি সূত্রে অন্তত এমনটাই খবর।

সলমন খানের প্রযোজনা সংস্থা অসংখ্য নতুন অভিনেতা অভিনেত্রীদের বলিউডে সুযোগ করে দিয়েছে। যাদের মধ্যে অন্যতম হলেন সোনাক্ষী সিন্‌হা। এ বার সুহানা খান, খুশি কপূরদের সঙ্গে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন অভিনেতার বড় বোন অলভিরা খানের মেয়ে আলিজা । ইতিমধ্যেই সেটার টিজার প্রকাশ্যে এসেছে। এ বার কি তার ট্রেলার প্রকাশ্যে আসছে?

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest