ওয়েবে পা রাখলেন ঋতুপর্ণা, সঙ্গী চন্দন রায় সান্যাল, শুরু ‘সল্ট’-এর শুটিং

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

লকডাউন পার করে ওয়েব মাধ্যমে পা রাখতে চলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে বাংলা নয়, এবার তাঁকে দেখা যাবে হিন্দি ছবিতে। সানি রায়ের ‘সল্ট’ ছবিতে ঋতুপর্ণা ছাড়াও রয়েছেন চন্দন রায় সান্যাল, ঈশান মজুমদার ও শুভম।

মঙ্গলবার অনুষ্ঠিত হল সল্টের শুভ মহতর।শহরের নামী পাঁচতারা হোটেলে বসেছিল ‘সল্ট’ এর প্রেস কনফারেন্স। উপস্থিত ছিলেন ছবির কাস্ট এবং প্রোডাকশন টিম। বুধবার থেকেই কলকাতায় শুরু হয়েছে নতুন ছবি ‘সল্ট’ (Salt)-এর শুটিং।

ছবি শুরু হচ্ছে দু’জনের শেষ দেখা হওয়ার জায়গা থেকে, আর শেষ হচ্ছে প্রথম সাক্ষাতের জায়গায়। লিনিয়ার স্টাইলে পিছন দিকে যায় সিনেমার গল্প। আর এহেন ভিন্ন স্বাদের প্রেমের গল্পের জন্য পরিচালক বেছেও নিয়েছেন আনকোরা জুটিকে- ঋতুপর্ণা সেনগুপ্ত ও চন্দন রায় সান্যালকে (Chandan Roy Sanyal)। তাদের রয়াসন গল্পে অন্য মাত্রা আনবে বলেই বিশ্বাস পরিচালকের। এর আগে ‘মহানগর অ্যাট কলকাতা’তে একসঙ্গে কাজ করছেন দুজনে।

আরও পড়ুন: Happy Birthday Deepika: ছিলেন জাতীয় স্তরের খেলোয়াড়, অভিনয়ের জন্য ছেড়েছিলেন ব্যাডমিন্টন!

ছবির গল্পটা কীরকম? চন্দনকে ছবিতে দেখা যাবে শঙ্কর নামে এক ব্যক্তির ভূমিকায়। যে ভীষনই অন্তর্মুখী স্বভাবের। সে প্রেমে পড়ে বসের বান্ধবীর সঙ্গে। অন্যদিকে মায়া বেশ প্রানোচ্ছল ও প্রাণবন্ত। দুজনের যেদিন আলাপ সেদিন শঙ্কর একটি মিথ্যে বলেন মায়াকে। সেই মিথ্যে কেমনভাবে যেন বদলে দেয় ওদের জীবন। কিন্তু ঠিক কেন সেই মিথ্যে শোনার পরে শঙ্করের প্রতি আরও আকর্ষণ বেড়ে যায় মায়ার? সেটার জন্য অবশ্য অপেক্ষা করতে হবে ছবি মুক্তি পাওয়া অবধি।

 

View this post on Instagram

 

A post shared by Chandan Roy Sanyal (@iamroysanyal)

ঋতুপর্ণা সেনগুপ্ত জানিয়েছেন, “গল্পটা ভাল লাগল। একটি মেয়ের জীবনের নানা পর্ব নিয়ে ছবি। মহিলাদের সাইকোলজি ঠিক কীভাবে কাজ করে সেটা দারুন ভাবে তুলে ধরবে এই ছবি। আমি ভীষণই এক্সাইটেড।” অভিনেতা চন্দন জানিয়েছেন. “পরিচালক সানির সঙ্গে কাজ করতে পেরে তিনি আগে থেকেই মুখিয়ে রয়েছেন। সুদীপ মুখোপাধ্যায়ের মতো নব প্রজন্মের আসাধারণ প্রোডিউসার এবং অসাধারন টিমের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি সঙ্গে ন্যাশনাল আওয়ার্ড উইনার ঋতুপর্ণাও রয়েছেন।”

ছবির প্রযোজনায় রয়েছে পি অ্যান্ড পি এন্টারটেইনমেন্ট। এর আগে ‘সোয়েটার’ এর মতো ছবি দর্শকদের উপহার দিয়েছে তাঁরা। ছবির শুটিং হওয়ার কথা রয়েছে কলকাতা এবং দার্জিলিংয়ে। ‘সল্ট’-এর শুটিং হবে কলকাতা ও দার্জিলিংয়ে। পরিচালক থেকে কাস্ট, ছবির পুরো টিমটাই বাঙালি।আপাতত হিন্দিতে হলেও পরে বাংলা সহ আরও পাঁচটি ভাষায় ‘সল্ট’-এর ডাবিং করা হবে।

আরও পড়ুন: টলিউডে নতুন জুটি! ‘ট্যাংরা ব্লুজ’ – এ পরমব্রতের সঙ্গে দেখা যাবে মধুমিতাকে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest