বৃহস্পতিবার সুশান্ত-সারার প্রেম সম্পর্ক নিয়ে বিস্ফোরক দাবি করলেন সুশান্তের কাছের বন্ধু, তথা তাঁর এক সময়ের সহকর্মী স্যামুয়েল হাওকিপ। তাঁর কথায় ‘একে-অপরকে প্রচণ্ড ভালোবাসত সুশান্ত-সারা’ কিন্তু সোনচিড়িয়ার বক্স অফিস ব্যর্থতার পরে আচমকাই ভেঙে যায় দুজনের সম্পর্ক। ইনস্টাগ্রাম পোস্টে স্যামুয়েল লিখেছেন, ‘আমার মনে আছে কেদারনাথের প্রমোশনের সময়..সুশান্ত-সারা পুরোপুরি একে অপরের প্রেমে ছিল…ওদের আলাদা করা যেত না..প্রচণ্ড পবিত্র,একদম শিশুদের মতো নিষ্পাপে ভরপুর। দুজনের প্রতি এত সম্মান ছিল যা আজকাল কোনও সম্পর্কে সচরাচর দেখা যায় না’।
সুশান্ত সিং রাজপুতের হাত ধরেই বলিউড সফর শুরু হয়েছিল সারা আলি খানের। কেদারনাথ পরবর্তী সময়ে এই দু’জনের প্রেম সম্পর্ক নিয়ে কম গুঞ্জন শোনা যায়নি বলিউডে। সুশান্তের জন্মদিন সেলিব্রেট করতে তড়িঘড়ি নিজের শ্যুটিং সেরে মুম্বই ফিরেছিলেন সারা, সেই খবর দুজনের চর্চিত লাভ-স্টোরির খবরকে আরও খানিকটা সঠিক প্রমাণ করেছিল। ‘কেদারনাথ’ রিলিজের আগে এবং পরে বি-টাউনে সারা আর সুশান্তকে নিয়ে বেশ গুঞ্জন শোনা গিয়েছিল। শুধু তাই নয়, দুজনকে একাধিকবার রেস্তরাঁ, কফি শপে দেখা গিয়েছে। ধরেই নেওয়া হয়েছিল যে, সারা-সুশান্ত প্রেম করছেন। এমনকী, সারা সৎ মা করিনা কাপুর খান তো ক্যামেরার সামনে বলেই ফেলেছিলেন যে, “সারাকে বলেছি তোমার প্রথম হিরোর (সুশান্ত) সঙ্গে কোনও দিন প্রেম কোরো না!”
https://www.instagram.com/p/CEGPebPh3Wz/
স্যামুয়েল যোগ করেন, ‘সারা সুশান্তের পরিবারকেও প্রচণ্ড শ্রদ্ধা করত..ওর পরিবারের প্রত্যেক সদস্য, বন্ধু, এমনকি কর্মীদেরও। আমি জানি না সোনচিড়িয়ার ব্যর্থতার পরেই সুশান্তের সঙ্গে সারার ব্রেক-আপের সিদ্ধান্তে বলিউড মাফিয়াদের কোনও চাপ ছিল কিনা’। এই পোস্টের ক্যাপশনে স্যামুয়েল স্টিফেন কোবস্কির একটি উদ্ধৃতি- ‘আমরা স্বীকার করি সেই ভালোবাসা যা আমাদের প্রাপ্য’। স্যামুয়েলর এই বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেন সুশান্তের প্রো-টিমের অপর সদস্য তথা পবিত্র রিসতার পরিচালক কুশল জাভেরি। তিনি কমেন্ট বক্সে লেখেন, ‘কাউকে একটা এটা বলতেই হত, তুই সাহস দেখালি ভাই ধন্যবাদ’।
ব্যস, আর এই মন্তব্যকে হাতিয়ার করেই ফের ময়দানে নেমে পড়েছেন কঙ্গনা রানাউত। এবার টুইটে খোঁচা দিলেন এই বলে যে, “আউটডোর শুটিংয়ে গিয়ে সুশান্ত আর সারার একই ঘরে থাকার খবরে তো ছেয়ে গিয়েছিল সংবাদ মাধ্যমগুলো! আমার প্রশ্ন কেন এই ‘ফ্যান্সি নেপো-কিড’গুলো ইন্ডাস্ট্রির বাইরে থেকে আসা ছেলেমেয়েগুলোকে এত স্বপ্ন দেখায়, আর জনসমক্ষেই সেগুলোকে ভেঙে চুরমার করে দেয়?”
সারা অবশ্য বরাবরই ঠান্ডা মাথার, কোনও দিনই কোনও বিতর্ক সমালোচনা নিয়ে মুখ খোলেন না। এবারও খুললেন না! সুশান্তের মৃত্যুর পর কেদারনাথের সেটের একটা ছবি শেয়ার করেন সারা, লেখেন ‘সুশান্ত সিং রাজপুত’ সঙ্গে জুড়ে দেন একটি হার্ট ইমোজি।
https://www.instagram.com/p/CDBvwiQJSLv/
সুশান্তের শেষ ছবি দিল বেচারা মুক্তির দিন সারা, সইফ এবং সুশান্তের বেশ কয়েকটি ছবি পোস্ট করে লেখেন- একমাত্র দুইজন পুরুষ যাঁরা স্যাত্রেঁ, ভ্যান গফ, টেলিস্কোপ,নক্ষত্রমণ্ডল,গিটার, সুমেরু প্রভা, ক্রিকেট, পিঙ্ক ফ্লয়েড,নুসরত সাহাব এবং অভিনয়ের খুঁটিনাটি নিয়ে আমার সঙ্গে কথা বলেছে। আর এটা হল সেই শেষ জিনিস যা তোমাদের দুজনের মধ্যে কমন-দিল বেচারা’।