Sana Khan expecting her first child with husband Anas Saiyad

Sana Khan: ইসলামের জন্য অভিনয়কে বিদায়, এবার মা হতে চলেছেন বিগ বস খ্যাত সানা খান

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী সানা খান। তবে তাঁকে এখন অভিনেত্রী না বলাই যায়। কারণ, ২০২০ সালে অভিনয় কেরিয়ারকে একেবারে টা টা বাই বাই করে দেন সানা। বরং বেছে নেন ইসলামকেই। তারপরই খবরে আসে দুবাইবাসী অনাস সৈয়দের সঙ্গে নিকাহ করেছেন সানা। আর এবার বিয়ের তিন বছর পর মা হওয়ার কথা ঘোষণা করলেন তিনি।

সম্প্রতি একটি ধার্মিক চ্যানেলে দেখা মিলল সানা খান এবং তাঁর স্বামী মুফতি আনাসের। সেখানে তাঁরা তাঁদের এই ধার্মিক সফর, মনোভাব ইত্যাদি নিয়ে কথা বলেন। জানান কীভাবে কোন জিনিস তাঁদের বিনোদন জগতের আলো থেকে ধর্মের পথে চালিত করে। এখানে অভিনেত্রী এবং তাঁর স্বামী জানান তাঁদের প্রথম সন্তান আসতে চলেছে। জুলাই মাসে ভূমিষ্ট হবে তাঁদের প্রথম সন্তান।

 

View this post on Instagram

 

A post shared by Saiyad Sana Khan (@sanakhaan21)

আরও পড়ুন: Oscars 2023: অস্কারের মঞ্চে দীপিকাকে দেখেই ভোলবদল কঙ্গনার, কী লিখলেন?

সন্তানের প্রসঙ্গে সানা উচ্ছ্বসিত হয়ে বলেন, ‘আমি ভীষণ খুশি। আমি অবশেষে সেই শান্তি পেয়েছি যা আমি এতদিন ধরে খুঁজেছি। আমি এমন একজন স্বামী পেয়েছি যিনি আমায় ঈশ্বরের কাছে পৌঁছতে সাহায্যে করেছেন। আমি এখন খুব শান্তিতে আছি, দুজনে একসঙ্গে কাজ করছি এবং আরও কাছে আসছি একে অন্যের। আমি চাই আমার সন্তান যেন সুস্থ ভাবে জন্ম নেয়।  আমি ওর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। মানসিক ভাবে আমি অনেক ওঠা পড়ার মধ্যে দিয়ে গিয়েছি। এখন আমি কেবল আমার সন্তানের অপেক্ষা করছি। ও জুলাই মাসে জন্ম নেবে।’

অভিনেত্রী আরও জানান তিনি খাতরো কী খিলাড়ি শো থেকে ডাক পেয়েছিলেন। তাঁর কথা অনুযায়ী, ‘এটার শ্যুটিং মুম্বইতে হতো। আনাস বলেছিল আমি চাইলে এই শো করতে পারি। কিন্তু আমি চাইনি এই শো করতে। আমি জানতাম আমি ওখানে গেলে অনেক বদলে যেতাম। এখানে অনেক টাকার ব্যাপার জড়িত থাকে। তাছাড়া আমি এই শো নিলে আমি আর হিজাব পরতে পারতাম না। আমায় ওটা খুলে ফেলতে হতো। আর আমি সেটা করতে চাইনি।’

আরও পড়ুন: Khyali Saharan: চাকরি দেওয়ার অছিলায় হোটেলের ঘরে তরুণীকে ধর্ষণ! গ্রেফতার জনপ্রিয় কৌতুকশিল্পী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest