Sanjay Leela Bhansali’s Devdas Completes 19 Years, Shahrukh Khan Recalls Shootong Memory .

১৯শে পা ‘দেবদাস’-এর! ২০ কোটির সেট থেকে মাধুরীর ১৫ লক্ষের শাড়ি-জানুন এই তথ্যগুলো

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কখনও গভীর রাতে কখনও ভোরে শ্যুটিং। দু’পাশে মাধুরী দীক্ষিত, ঐশ্বর্যা রাইয়ের মতো ডাকসাইটে সুন্দরী নায়িকা। সঞ্জয় লীলা ভন্সালীর ‘দেবদাস’ ছবির শ্যুটের স্মৃতি কী করে ভুলে যাবেন শাহরুখ খান? মনে রাখার যদিও আরও বড় কারণ রয়েছে। একটাই সমস্যা সে সময়ে বারেবারে তাঁকে নাজেহাল করেছিল । যার-তার সামনে ধুতি খুলে যেত শাহরুখের! সোমবার ১৯ বছর পর সেই কথা প্রকাশ্যে আনলেন পর্দার ‘দেবদাস’। জানালেন, এত বছর পরেও পুরনো সেই দিনের কথা আজও টাটকা তাঁর মনে!

 

View this post on Instagram

 

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

সপ্তাহের প্রথম দিনেই শাহরুখ সেই সব ফেলে আসা মুহূর্ত ঘিরে থাকা ছবির দৃশ্য ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন। মাধুরী-ঐশ্বর্যা ছাড়াও নতুন করে মনে করেছেন কিরণ খের, জ্যাকি শ্রফকে। আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সঞ্জয় লীলা বনশালিকেও। শাহরুখের সঙ্গে নতুন করে ‘দেবদাস’-এ মশগুল ৭ লক্ষ নেটাগরিক।

জেনে নিন দেবদাস সম্পর্কে এই তথ্য গুলি –

  • ২০০২ সাল পর্যন্ত বলিউডের ইতিহাসে সবথেকে বিগ বাজেটের ছবি ছিল বনশালি পরিচালিত এই ছবি।
  • ‘দেবদাস’ ছবির মনোমুগ্ধকর সেট তৈরির পিছনে খরচ হয়েছিল প্রায় ২০ কোটি টাকা।

আরও পড়ুন: শেষ হচ্ছে ‘ওগো নিরুপমা’? ‘মিঠাই’কে টেক্কা দিতে ‘বরণ’-এর জায়গা নিচ্ছে ‘ধুলোকণা’

  • ছবিতে মাধুরীর প্রতিটি পোশাকের নূন্যতম মূল্য ছিল ১৫ লক্ষ টাকা!
  • ‘দেবদাস’-এ ‘পারো’-র জন্য লক্ষ লক্ষ টাকার প্রায় ৬০০ শাড়ি বাছাই করে রাখা হয়েছিল।
  • ২০০২ সালে বক্স অফিসে ‘দেবদাস’ এর থেকে বেশি লাভ অন্য কোনও ছবি করতে পারেনি। ওই বছরের সবথেকে বড় হিট ছিল বনশালি পরিচালিত এই ছবিই।
  • ৭০০-র ওপর লাইটম্যান নিযুক্ত হয়েছিল এই ছবির শুটিংয়ে! বলিউডে সিনেমার ইতিহাসে যা আজও রেকর্ড।
  • প্রায় দু’বছরের ওপর সময় লেগেছিল ‘দেবদাস’ এর গান তৈরি করতে। শোনা যায় গানের সুর, সংলাপ নিয়ে নাকি একাধিকবার প্রায় হাতাহাতির পর্যায়তেও চলে গেছিলেন বনশালি ও ছবির সুরকার ইসমাইল দরবার।

আরও পড়ুন: সমুদ্রতটে লাল বিকিনিতে আগুন জ্বালালেন পাওলি দাম! পারদ চড়ল নেটমাধ্যমে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest