থ্রিল এবং অ্যাকশনের পারফেক্ট কম্বো, প্রতিদ্বন্দ্বীর টিজার দেখে বাড়ছে প্রত্যাশা…

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

১৯৭০ সালে মুক্তি পেয়েছিল সত্যজিৎ রায় পরিচালিত ছবি ‘প্রতিদ্বন্দ্বী’। এবার কিংবদন্তী পরিচালক সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানাতেই ‘প্রতিদ্বন্দ্বী’ বানিয়েছেন পরিচালক সপ্তাশ্ব বসু। যে ছবিতে কেন্দ্রীয় ভূমিকায় রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায় ও রুদ্রনীল ঘোষ। দীপাবলিতে মুক্তি পেয়েছে ছবির টিজার।

ড: বক্সীর চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। ছবির গল্পে স্কুল থেকে ডা: বক্সীর ছেলে অপহৃত হয়। ড: বক্সীর ছেলেকে খোঁজার ভার পড়ে প্রাইভেট গোয়েন্দা সিদ্ধার্থ এবং তার টিমের উপর। তদন্ত করতে গিয়ে সিদ্ধার্থের টিম জানতে পারে স্কুলের অঙ্কের শিক্ষক সুকুমার সেনের (রুদ্রনীল ঘোষ) ড: বক্সীর প্রতি বিদ্বেষ রয়েছে। প্রশ্ন জাগে সুকুমারই অপহরণের নেপথ্যে রয়েছেন? নাকি রয়েছে অন্য কোনও কারণ? এই প্রশ্নের উত্তর মিলবে ‘প্রতিদ্বন্দ্বী’ মুক্তির পরেই। তবে টিজারে এটুকু স্পষ্ট এই ডার্ক থ্রিলারে একে অপরের ‘প্রতিদ্বন্দ্বী’ হয়ে উঠবেন শাশ্বত ও রুদ্রনীল।

আরও পড়ুন : সংসার সীমান্ত ছেড়ে তিন ভুবনের পারে, ফিরে দেখা সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত অনবদ্য চলচ্চিত্রগুলি

সদ্য মুক্তি পাওয়া টিজারে ছবির ডার্ক থ্রিল মুহূর্তে মুহূর্তে প্রতিফলিত। প্রতীক কুণ্ডুর করা টান টান টিজার মিউজিক নির্ভর এই টিজার দর্শক মনে রহস্যের জাল বিস্তার করতে একশো শতাংশ সফল। পরিচালক সপ্তাশ্ব বসুর এই ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ ছাড়াও রয়েছেন সৌরভ দাস, সায়নী ঘোষ, রিনি ঘোষ, মাহি কর, রাজদীপ সরকার ও নতুন মুখ শীর্ষা।

প্রসঙ্গত, গত বছর ৬ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল পরিচালক সপ্তাশ্ব বসুর পরিচালিত প্রথম ছবি ‘নেটওয়ার্ক’। সেখানেও অভিনয় করেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে কেন্দ্রীয় চরিত্রে দেখা গিয়েছিল সব্যসাচী চক্রবর্তীকে। ছবিটি দর্শকমহলে যথেষ্ঠ প্রশংসিত হয়েছিল।

আরও পড়ুন : দীপাবলীর উপহার! হইচইয়ে বিনামূল্যে দেখতে পাবেন তানসেনের তানপুরা!

 

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest