মাস পাঁচের বিরতির পর ‘মন ফাগুন’ নিয়ে ফিরছেন বাংলা টেলিভিশনের হ্যান্ডসাম ডাক্তার উজান চ্যাটার্জি! দু-দিন আগেই সুখবরটা প্রকাশ্যে এসেছিল। প্রত্যাশা মতোই স্টার জলসার পর্দাতেই ফিরছেন এই হার্টথ্রব নায়ক। আর এই ধারাবাহিকে শনের জোড়িদার নবাগতা সৃজলা। শনিবার প্রকাশ্যে এল আসন্ন সিরিয়াল ‘মন ফাগুন’-এর প্রমো।
‘মন ফাগুন’ বলবে ঋষিরাজ আর পিহু-র ভালোবাসার গল্প। সূত্রের খবর ঋষিরাজ মানে শনকে এই ধারাবাহিকে গাইড-এর ভূমিকায় দেখা যাবে। পাহাড়ি এলাকাতে শ্যুট হয়েছে মন ফাগুনের প্রমো। তা দেখে প্রশ্ন জাগছে, তবে কী এই গল্পের প্রেক্ষাপট উত্তরবঙ্গ?
প্রোমো-তে নেই কোনও সংলাপ, শুধু পাহাড়ি লোকেশনে শনের হিরোসুলভ এন্ট্রি, এবং লাস্যময়ী অবতারে হিরোইন সৃজলা ধরা দিয়েছেন। ব্যাকগ্রাউন্ডে বাজছে রাজ চক্রবর্তীর ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির ‘বাতাসে গুনগুন’ গান। প্রথম প্রেমের অনুভূতি বোঝাতে এই গান ব্যবহার হয়েছে তা স্পষ্ট।
আরও পড়ুন: রাজনীতির রং ভুলে ভোট মরশুমেই ডিনার ডেটে যশরত
চ্যানেল কর্তৃপক্ষ শুক্রবার এই ধারাবাহিকের ফার্স্ট লুক প্রকাশ্যে এনেছিল। সৃজলার এটা প্রথম ধারাবাহিক হলেও এই ডেব্যিউটান্টের একটা পরিচয় রয়েছে, অপরাজিতা অপু খ্যাত অভিনেতা রোহন ভট্টাচার্যের প্রেমিকা সৃজলা।গার্লফ্রেন্ডের নয়া ইনিংস ঘিরে উচ্ছ্বসিত রোহন। তিনি প্রমোর কমেন্ট বক্সে লিখেছেন, ‘ওয়াও… আমার দারুণ লাগল, তুমি আমার দিনটা সফল করে দিলে সৃজলা’। সঙ্গে জুড়ে দেন অনেকগুলি হার্টের ইমোজি।
কবে থেকে শুরু হবে এই ধারাবাহিক, বা কোন ধারাবাহিকের জায়গা নেবে ‘মন ফাগুন’ সেই নিয়ে এখনও কোনও তথ্য জানায়নি স্টার জলসা।
আরও পড়ুন: মা হলেন মধুবনী গোস্বামী, ‘গুড নিউজ’ দিলেন ‘খড়কুটো’র রূপাঞ্জন