করোনা সংক্রমণ থেকে বাঁচতে গোটা বাংলো প্লাস্টিক দিয়ে মুড়ে ফেললেন কিং খান

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

করোনা মোকাবিলায় কোনওরকম খামতি রাখতে চাইছেন না শাহরুখ খান ও তাঁর পরিবার ৷ এবার করোনার হাত থেকে বাঁচতে শাহরুখ তাঁর বাড়ি ‘মন্নত’-এর চারপাশ ঢেকে দিলেন মোটা প্লাসটিকে ৷ এই বাড়িতেই স্ত্রী গৌরী, তিন সন্তানকে নিয়ে থাকেন শাহরুখ ৷

কয়েক মাস আগেই মন্নতের একটি ফ্লোরকে করোনা চিকিৎসার জন্য বিএমসি-র হাতে তুলে দিয়েছিলেন শাহরুখ ৷ আর এবার নিজেদের করোনা থেকে বাঁচাতে পুরো বাড়িকেই ঘিরে দিলেন সাদা প্লাসটিকে ৷

আরও পড়ুন: হরর কমেডি! ‘ফোন- ভূত’ নিয়ে আসছে ক্যাটরিনা-সিদ্ধান্ত-ঈশান জুটি

গোটা মহারাষ্ট্রে বেড়েই চলেছে করোনা ভাইরাসের দাপট ৷ মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে ৷ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন মুম্বইয়ের সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিরাও ৷ করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন এবং আরাধ্যা। অমিতাভ এবং অভিষেক সমক্রমিত হওয়ায় গত শনিবার তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বাড়িতে থেকেই ঐশ্বর্য এবং আরাধ্যার চিকিতসা করানো হবে বলে জানান অভিষেক।

8c022b3e bd0a 11e9 a504 fd2d583231d6

তবে করোনায় সমক্রমিত হওয়ার পর সম্প্রতি নানাবতী হাসপাতালে ভর্তি করা হয় ঐশ্বর্য এবং আরাধ্যাকে। জানা যায়, ঐশ্বর্যর শ্বাসকষ্ট দেখা দেওয়াতেই তাঁকে নানাবতী হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিএমসিরতরফে জানানো হয় ওই তথ্য। তবে বচ্চন পরিবারের তরফে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি।

আরও পড়ুন: উষ্ণ চুম্বন! প্রপোজ ডে’র দ্বিতীয় বর্ষপূর্তিতে নিকের জন্য ভালোবাসা বার্তা প্রিয়াঙ্কার

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest