Shah Rukh Khan: Fan makes SRK’s lookalike doll from Jawan prevue

Shah Rukh Khan: নেড়া মাথা, রোদচশমায় অবিকল ‘জওয়ান’! ভাইরাল ‘শাহরুখ পুতুল’

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

তাঁর নতুন ছবি ঝলকের জন্য অধীর অপেক্ষায় ছিলেন অনেকে। সোশ্যাল মিডিয়ায় যখন তিনি অনুরাগীদের সঙ্গে কথা বলার খেলায় মাততেন, তখন বারে বারে তাঁর কাছে ঘুরে ফিরে আসত এই প্রশ্ন। কবে প্রকাশ্যে আসবে ‘জওয়ান’ (Jawan)-এর প্রথম ঝলক? অবশেষে যখন সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেল ‘জওয়ান’-এর প্রিভিউ, তা কার্যত ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। আর সেই প্রিভিউ দেখে এতটাই প্রভাবিত হলেন এক অনুরাগী যে বানিয়ে ফেললেন শাহরুখ খান (Shah Rukh Khan)-এর পুতুল!

‘জওয়ান’-এর প্রিভিউতে যে দৃশ্যটি ভাইরাল হয়েছে, সেটি হল মেট্রোয় আপাদমস্তক ব্যান্ডেজ বেঁধে উঠছেন শাহরুখ। তারপরে মেট্রো চলতে চলতে ধীরে ধীরে খুলে ফেলছেন মুখের ব্যান্ডেজ। তারপরে তাঁর যে চেহারা প্রকাশ পাচ্ছে, তা বেশ চমক লাগাচ্ছে অনুরাগীদের মনে। লাল কালো চেক শার্টে শাহরুখের মাথা নেড়া, কার্যত চকচকে টাক। যদিও ঝলকেই বোঝা যায়, এ প্রস্থেটিক মেকআপের কারসাজি। আর সেই সাজেই শাহরুখকে পা মেলাতে দেখা গেল বিখ্যাত গান ‘বেকরার করকে হামে’-র তালে পা মেলাতে।

আরও পড়ুন: Swastika Mukherjee: ‘পরিচালক হয়ে ছবির গুষ্টিপিণ্ডি চটকাবেন…!’, ‘শিবপুর’ নিয়ে বিস্ফোরক স্বস্তিকা

আর এই দৃশ্যকে অনুকরণ করেই শাহরুখের একটি পুতুল বানিয়ে ফেলেছেন এক অনুরাগী। তারও গায়ে অবিকল শাহরুখের মতোই পোশাক, মাথায় টাক। শাহরুখের সেই দৃশ্যের মতোই মেট্রোর ভিতরে দাঁড়িয়ে রয়েছেন তিনি। হাত পাও রয়েছে শাহরুখের সেই নাচের মতোই। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়েছে এই চারটি ছবি।  ট্যুইটটি ওই অনুরাগী এসআরকে-কে ট্যাগও করেছেন।

আরও পড়ুন: Barun Chanda Son Death: প্রয়াত বরুণ চন্দের ছেলে লেখক অভীক চন্দ, পুত্রশোকে স্তব্ধ অভিনেতা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest