সোমবার, ২ নভেম্বরই ৫৫-তে পা দিয়েছেন বলিউডের কিং অফ রোমান্স। আইপিএলের জন্য শাহরুখ খান (Shah Rukh Khan) এখন দুবাইতে। আর সেখানেই জন্মদিনে বিশেষ চমক উপহার পেলেন অভিনেতা। বিশ্বের সবথেকে উঁচু বিল্ডিং দুবাইয়ের বুর্জ খলিফা (Dubai’s Burj Khalifa) আলোকিত করা হল শাহরুখ খানের নাম।
র্জ খলিফা কর্তৃপক্ষ এদিন বিশেষ সম্মান জানাল বলিউডের কিং খানকে। এদিন শাহরুখের একাধিক ছবি উজ্বল রোশনাইয়ের সঙ্গে ফুটে উঠল বুর্জ খলিফায়। আর সপরিবারে এই আকাশ চেরা শুভেচ্ছা বার্তা সাদরে গ্রহণ করলেন শাহরুখ।
আরও পড়ুন: তৃতীয় বিয়েও ভাঙছে শ্রাবন্তীর? ইনস্টায় একে অপরকে আনফলো,ডিলিট রোশনের সব ছবি
নিজের ইনস্টাগ্রামের দেওয়ালে এই ছবি পোস্ট করে অভিনেতা লেখেন- খুব ভালো লাগছে নিজেকে বিশ্বের সবচেয়ে বড় এবং লম্বা স্ক্রিনে দেখতে পেয়ে। আমার বন্ধু মহম্মদ আলাবার তো আমাকে নতুন ছবির আগেই বিশ্বের সবর্বৃহত স্ক্রিনে জায়গা পাইয়ে দিল। সকলকে ধন্যবাদ এবং অনেক ভালোবাসা বুর্জ খলিফা কর্তৃপক্ষ ও দুবাইকে। আসুন দুবাইতে আমার অতিথি হোন… আমার সন্তানরা এটা দারুণ পছন্দ করছে, আমার সেটা দেখে দারুণ লাগছে’।
দেখুন বিশ্বের গগণচুম্বী ইমারতে আলোয় উদ্ভাসিত শাহরুখ।
আরও পড়ুন: ‘হিন্দু ভাবাবেগে আঘাত’, অমিতাভ বচ্চন ও কেবিসি টিমের বিরুদ্ধে দায়ের এফআইআর