Shah Rukh Khan hugs it out with Kartik Aaryan in viral video

Bollywood Updates: কার্তিকের গালে আলতো আদর শাহরুখের! ‘ব্রোম্যান্স’য়ে মজে নেটিজেনরা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

শাহরুখ খান (Shah Rukh Khan) এবং কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। দুই প্রজন্মের দুই তারকা। বলিউডের বাদশা শাহরুখ খানের জনপ্রিয়তা সম্পর্কে বলাই বাহুল্য। অন্যদিকে, কার্তিক আরিয়ান খুব বেশিদিন বলিউডে আসেননি। কিন্তু তার মধ্যেই বি টাউনে নিজের পায়ের তলার মাটি শক্ত করে ফেলেছেন। দুই তারকার আরও বেশ কিছু মিল রয়েছে। তার মধ্যে বড় মিল হল, দুজনেই বলিউডের (Bollywood) বাইরে থেকে এসেছেন। দুজনেরই পরিবার তাঁদের আগে বলিউডের সঙ্গে যুক্ত ছিল না।

সম্প্রতি বলিউডের বাদশার সঙ্গে কার্তিকের ‘ব্রোম্যান্স’-এর একটি ভিডিয়ো নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। নেটিজেনরা ভিডিয়ো দেখে দুই তারকার প্রতি ভালোবাসা উজাড় করেছেন।

আরও পড়ুন: Rhea Chakraborty: গাঁজা কিনে সুশান্তের কাছে পৌঁছে দিতেন! মাদক মামলার চার্জশটে রিয়া চক্রবর্তী-সহ ৩৫ জনের নাম

মুম্বই পুলিশের সম্মানার্থে আয়োজিত বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘উমাঙ্গ ২০২২’। অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউডের বাদশা শাহরুখ খান থেকে একাধিক নামী দামী তারকারা। ‘উমাঙ্গ ২০২২’-এ বাদশাহি মেজাজে প্রবেশ করেন শাহরুখ। বাইকে চড়ে এ দিন শাহরুখকে প্রবেশ করতে দেখে চারিদিকে হইচই পড়ে গিয়েছিল। কিন্তু স্টেজে প্রবেশের আগের মুহূর্তের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে।  ভিডিয়োতে দেখা গিয়েছে, ফর্ম্যাল সাদা শার্ট এবং কালো প্যান্ট পরে বাইকে বসা শাহরুখ। পাশে দাঁড়িয়ে কার্তিক। দু’জনের মিষ্টি আলাপচারিতা লেন্সবন্দি করেছেন পাপারাৎজো। দু’জনে একে অপরকে আলিঙ্গন করেন। এরপর কার্তিকের গালে আলতো করে আদর করেন এসআরকে।

 

View this post on Instagram

 

A post shared by Manav Manglani (@manav.manglani)

ইন্ডাস্ট্রির নতুন প্রজন্মের তারকাকে কিং খান যেভাবে ভালোবাসার স্নেহ করছেন, তা দেখে শাহরুখের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। তাঁরা কমেন্টে এটাও উল্লেখ করেছেন যে, কার্তিকও যেহেতু বলিউডের বাইরে থেকে এসেছেন, তাই তাঁকে স্নেহ করছেন কিং খান। নেটিজেনরা এটাও বলছেন যে, শাহরুখের কাছ থেকে পাওয়া এটা বড় উপহার কার্তিকের।

আরও পড়ুন: Jeetu Kamal : এবার তিতুমীর হয়ে পর্দায় আসছেন জিতু কমল, সেপ্টেম্বর থেকে শুটিং শুরু

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest