Shah Rukh Khan is Back With His Signature Pose in New Video and Fans Can't Keep Calm; Watch

Shahrukh Khan: দুবাইতে খোশমেজাজে ‘পাঠান’ খান, আবারও ঝড় সোশ্যাল মিডিয়ায়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

‘পাঠান’ লুকে দুবাইয়ের বিচে ফুটবল খেলছেন শাহরুখ খান।কখনও নিজের স্টাইলেই নেচে উঠছেন তিনি।আবার দুবাইয়ের স্থানীয়দের সঙ্গে হাসিমুখে সৌহার্দ্য বিনিময় করছেন বলিউড বাদশা।এমনই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।শুনে নিশ্চয় ভাবছেন প্রকাশ্যে এসেছে ‘পাঠান’-এর টিজার বা কিছু।

কিন্তু বিষয়টা মোটেও তেমন কিছু নয়।দুবাই ট্যুরিজমের একটি নতুন বিজ্ঞাপন প্রকাশ্যে এসেছে এদিন।আর সেই বিজ্ঞাপনেই দেখা গিয়েছে বলিউড বাদশাকে।সোশ্যাল সাইটে বাদশা খানের সেই বিজ্ঞাপণ প্রকাশ্যে আসার পরই রীতিমতো তোলপাড়া পরে গিয়েছে।অবশ্য শাহরুখকে নিয়ে এই উন্মাদনা কিন্তু নতুন কিছু নয়।

আরও পড়ুন: Srabanti Chatterjee: শিকলে বাঁধা বেজির সঙ্গে ছবি পোস্ট, হাজতবাস হতে পারে শ্রাবন্তীর

 

View this post on Instagram

 

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

এই কয়েকদিন আগেও একটি নরম পানীয়ের বিজ্ঞাপনে শাহরুখকে দেখা গিয়েছে ‘পাঠান’ লুকে। ধুন্ধুমার অ্যাকশনও করতে দেখা গিয়েছে তাঁকে।এদিনের দুবাই ট্যুরিজমের নতুন বিজ্ঞাপণেও ঘাড় অবধি চুল আর স্টাইলিশ পাঠান লুকেই নজর কাড়ছেন কিং অফ রোম্যান্স।বলি বিশেষজ্ঞরা বলছেন সবসময় সবার থেকে এগিয়ে থাকেন তাই তো তিনি বলিউড বাদশা।

‘পাঠান’-এর ৮০শতাংশ শ্যুটিং ইতিমধ্যেই হয়ে গিয়েছে।গত সপ্তাহেই নায়িকা দীপিকা ও ভিলেন জন আব্রাহামকে সঙ্গে স্পেনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন শাহরুখ। সেখানেই ছবির বাকি শ্যুটিং সারবেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। শ্যুটিং চলাকালীন ছবির প্রচার শুরু করতে চান তিনি।তাই সদ্য মুক্তি প্রাপ্ত ছবির প্রথম টিজারে পাঠান শাহরুখকে নিয়ে ধোঁয়াশা থাকলেও একের পর এক বিজ্ঞাপনে অভিনেতাকে দেখা যাচ্ছে ‘পাঠান’ লুকেই।এমনকি লতা মঙ্গেশকরের শেষকৃত্যেও ‘পাঠান’ স্পেশাল হেয়ার স্টাইল নিয়েই হাজির হয়েছিলেন তিনি।শোনা যাচ্ছে মার্চেই ‘পাঠান’-এর শ্যুটিং শেষ করে দেশে ফিরবেন শাহরুখ।তারপর রয়েছে ব্যস্ত শ্যুটিং সিডিউল।অ্যাটলি কুমারের নতুন ছবির শ্যুটিং সারবেন বাদশা।যোগ দেবেন রাজকুমার হিরানির পরবর্তী ছবির সেটেও।

আরও পড়ুন: Alia Bhatt: এবার হলিউডে আলিয়া! স্ক্রিন শেয়ার করবেন ‘ওয়ান্ডার ওম্যান’ গ্যালের সঙ্গে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest