আব্রামের জন্মদিনে ছেলেকে ভূতের গল্প পড়ে শোনালেন শাহরুখ,দেখুন ভিডিয়ো

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

মুম্বই: বুধবার ছিল শাহরুখ-গৌরী পুত্র আব্রামের জন্মদিন। শাহরুখ খানের ছোট্ট শাহজাদা দেখতে দেখতে সাত বছরে পা দিল। লকডাউনে সাদামাটাভাবেই কাটল এই স্টারকিডের জন্মদিন,এই বছর আর বন্ধুদের সঙ্গে পার্টি করা নয় বরং বাবা-মা আর দাদা-দিদির সঙ্গেও সারাটা দিন কাটল আব্রামের।

বৃহস্পতিবার গৌরী খান সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন একটি মিষ্টি ভিডিয়ো যেখানে দেখা গেল বার্থ ডে বয় আব্রামকে তাঁর প্রিয় ভূতের গল্প বই পড়ে শোনাচ্ছেন শাহরুখ খান। 

এবার ছেলের জন্মদিনে তেমন কিছুই করা হয়নি। সারা দেশ করোনার সঙ্গে লড়ছে। এই অবস্থায় জন্মদিন সেলিব্রেশন করাটাও যেন বিলাসিতা। তবে আব্রাম অনেকটাই ছোট। ও আর এসবের কি বোঝে। জন্মদিনে কিছু তো একটা করতেই হত। আব্রাম গল্প শুনতে খুব ভালবাসে। বিশেষ করে ভূতের গল্প। জন্মদিনে ছেলেকে ‘স্কেয়ারি’ গল্প পড়ে শোনালেন শাহরুখ। হা করে বাবার কাছে গল্প শুনেই জন্মদিন কাটিয়ে দিল ছোট্ট আব্রাম। এই মিষ্টি ভিডিও গৌরী খান তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। মায়ের থেকেও যদিও বাবাই নাকি আব্রামের বেশি প্রিয়। এ কথা লিখলেন গৌরী।

আরও পড়ুন: করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশের বিতর্কিত গায়ক নোবেলের বাবা

https://www.instagram.com/p/CAuhDH4nGJC/

গত মাসেই টুইটারে #AskSRK সেশন হোস্ট করেছিলেন শাহরুখ। সেখানেই এক ফ্যান তাঁকে প্রশ্নের উত্তরে শাহরুখ জানান লকডাউনে তিন সন্তানের সঙ্গে দিনের বেশিরভাগ সময় কাটছে তাঁর। পরিচিত মেজাজে শাহরুখ জানান, ‘জনসংখ্যা বৃদ্ধিতে যোগদান দেওয়ার বাইরে, তিন সন্তানের সঙ্গে থাকাটা দুর্দান্ত অনুভূতি। তাও আবার ভিন্ন ভিন্ন বয়স এবং চরিত্রের। তাই দিন কাটছে তাঁদের প্রত্যেকের সঙ্গে দু ঘন্টা করে কাটিয়ে। তারপর বাকি সময়টা তাঁদের খেলনা গুছিয়ে’।

আরও পড়ুন: জীবনের প্রথম গান, করোনা-যোদ্ধাদের উপহার দিলেন মাধুরী, শুনুন…

Gmail 3

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest