Shah Rukh Khan, Suhana Khan offer prayers at Tirupati temple, Watch video

Shah Rukh Khan: মেয়েকে নিয়ে তিরুপতি মন্দিরে শাহরুখ! অ্যাটলির মায়ের পা ছুঁয়ে প্রণাম

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ব্লকবাস্টার ‘পাঠান’-এর পর ‘জওয়ান’ নিয়ে তৈরি শাহরুখ খান। বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে কিং খানের ‘জওয়ান’।  ছবি রিলিজের আগে ভগবানের আর্শীবাদ নিতে এক মন্দির থেকে অন্য মন্দিরে ছুটছেন বাদশা।

কয়েকদিন আগেই বৈষ্ণোদেবী দর্শনে গিয়েছিলেন শাহরুখ। আর এবার দর্শন করলেন তিরুপতি বালাজির। তবে এবার এক নন, বরং শাহরুখের সঙ্গে ছিলেন মেয়ে সুহানা খানও। মঙ্গলবার সকালেই নিষ্ঠাভরে বালাজিকে পুজো দিলেন শাহরুখ ও সুহানা। সঙ্গে ছিলেন অভিনেত্রী নয়নতারাও। দক্ষিণী স্টাইলের কুর্তা আর সোনালি পাড়ের উত্তরীয়। মন্দিরের বাইরে ভক্তদের উদ্দেশে ছুড়ে দিলেন উড়ন্ত চুমু, জোর হাতে জানালেন শুভেচ্ছাও।

আরও পড়ুন: Srabanti: তারায় তারায়…এবার আকাশের ঠিকানায় নাম লেখালেন শ্রাবন্তী

মঙ্গলবার সাত সকালে তিরুপতি বালাজি মন্দিরে পুজো দিলেন শাহরুখ। সঙ্গী মেয়ে সুহানা আর জওয়ান-নায়িকা নয়নতারা। মন্দিরে স্থানীয় কায়দায় ধুতি বা ‘মুন্ড’ পরে পুজো দিলেন শাহরুখ। সঙ্গে দক্ষিণী স্টাইলের কুর্তা আর সোনালি পাড়ের উত্তরীয়।সাদা সালোয়ার কামিজে সেজে বাবার হাত ধরে মন্দিরে সুহানা খান। ‘দ্য আর্চিস’-এর সঙ্গে বলিউড জার্নি শুরুর আগে তিনিও বালাজির আর্শীবাদ নিয়ে নিলেন।

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই তিরুপতিতে হাজির শাহরুখের ঝলক ভাইরাল। ভক্তরা প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন তাঁদের প্রিয় কিং খানকে। শুধু মুখে বলাই নয়, বাস্তবেই সর্বধর্ম সমন্বয়ের আদর্শে বিশ্বাসী শাহরুখ, তার প্রমাণ দিচ্ছেন দাবি ভক্তদের।

অন্যদিকে, ‘জওয়ান’ ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে ছবির পরিচালক অ্যাটলির মা আসতেই, তাঁর মায়ের পা ছুঁয়ে প্রণাম করলেন শাহরুখ। আর্শীবাদ হিসেবে চাইলেন জওয়ান ছবির সাফল্য। শাহরুখের এমন ব্যবহার দেখে একেবারেই আপ্লুত অ্যাটলির মা এবং নেটিজেনরা।

আরও পড়ুন: Hollywood: যৌন হেনস্থার অভিযোগ, চলচ্চিত্র উৎসবে গিয়ে গ্রেফতার তারকা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest