Shah Rukh Khan wins hearts as he helps Asha Bhosle at World Cup final

Shah Rukh Khan: ‘সবচেয়ে বিনয়ী’ তারকা! আশা ভোঁসলের দিকে সাহায্যের হাত বাড়িয়ে ভাইরাল কিং খান

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

গত রবিবার গুজরাতের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তখন লড়াই করছে ভারত-অস্ট্রেলিয়া। আপামর ভারতবাসীর টানটান উত্তেজনা যেন ধীরে ধীরে পরিণত হচ্ছে চরম হতাশায়। তবে এরই মাঝে মন জয় করে নিয়েছেন বলিউডের সুপারস্টার শাহরুখ খান। তাঁর প্রশংসায় মুখর ভক্তরা বলছেন, তিনিই ‘সবচেয়ে বিনয়ী’ তারকা!

রবিবার ম্যাচ দেখতে দর্শকাসনে ছিল চাঁদের হাট। সেখানেই দেখা যায় কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের (Asha Bhosle) পাশে বসে রয়েছেন শাহরুখ খান। খেলার মাঝে তাঁদের মধ্যে কথোপকথনও চলে। তারপরেই দেখা যায় আশাজির হাতে ধরা চায়ের কাপ। তা বুঝতে পেরেই সাহায্যের হাত বাড়ান শাহরুখ। খুব স্বাভাবিক ভঙ্গিতে শাহরুখ নিজে সেই কাপ তাঁর হাত থেকে নিয়ে বেরিয়ে যান যথাস্থানে রাখতে। সেই সময় সিঁড়ির পাশে দাঁড়ানো এক কর্মী কিং খানের হাত থেকে কাপ-প্লেট নিয়ে চলে যান। এখানেই শেষ নয়, বর্ষীয়ান ওই গায়িকাকে তিনি প্রশ্ন করেন যে, তাঁর (আশা ভোঁসলে) আর কিছু লাগবে কি না! আশা ভোঁসলেও মাথা নেড়ে জানান যে, তাঁর আর কিছু লাগবে না।

এক নেটিজেন লিখেছেন, “গুরুজনদের প্রতি শাহরুখ খানের অটুট শ্রদ্ধা সত্যিই হৃদয়স্পর্শী। আর মনে করিয়ে দেওয়া ভাল যে, সাফল্য কিন্তু শুধুমাত্র কৃতিত্বের মাধ্যমে পরিমাপ করা যায় না, এর পাশাপাশি আমাদের মধ্যে থাকা মূল্যবোধের মাধ্যমেও তা পরিমাপ করা সম্ভব।” আবার আর একজনের মন্তব্য, “উনি সত্যিই বাদশা।”এক ভক্ত আবার লিখেছেন, “এসআরকে-কে ভালবাসার আরও একটা কারণ। গুরুজন এবং মহিলাদের কখনওই অসম্মান করা উচিত নয়।”

এই ভিডিয়ো পোস্ট করে এক ব্যক্তি লেখেন, ‘জীবনে যে উচ্চতাতেই পৌঁছে যান না কেন, আপনি যদি নম্র হন, বিনয়ী হন তাহলে ইশ্বর আপনাকে সবসময় আশীর্বাদ করবেন। টাকা, খ্যাতি, বক্স অফিসে সাফল্য সব কিছু থাকা সত্বেও তিনি মাটির মানুষ। সবাইকে এভাবেই সাহায্য করেন এই দিল্লির ছেলেটি। উনি সত্যিই একজন অনুপ্রেরণা।’

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest