Site icon The News Nest

‘রাজ কুন্দ্রাই পর্ন ইন্ডাস্ট্রিতে এনেছিল’, বিস্ফোরক পুনম পাণ্ডে ও শার্লিন চোপড়া

sherlyn raj poonam

বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty)-র স্বামী ও ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে (Raj Kundra) সোমবার গভীর রাতে ক্রাইম ব্রাঞ্চ গ্রেফতার করে৷ অশ্লীল ছবি তৈরি করা তারপর বিভিন্ন অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়া এই কাণ্ডেই গ্রেফতার হলেন রাজ কুন্দ্রা (Raj Kundra Arrest)৷ তাঁর গ্রেফতার হওয়ার খবর দ্রুত গতিতে সর্বত্র ছড়িয়ে পড়ে৷ মুম্বই ক্রাইম ব্রাঞ্চ এই ঘটনায় তাঁকে মূল চক্রী এই অপরাধে গ্রেফতার করেছে৷ মুম্বই ক্রাইম ব্রাঞ্চের কাছে রাজ কুন্দ্রার বিরুদ্ধে পর্যাপ্ত পরিমাণে তথ্য প্রমাণ রয়েছে৷ জেনে নিন এই মামলার পুরো আভ্যন্তরীন ঘটনা৷

রাজ কুন্দ্রার বিরুদ্ধে এই বছরের ৪ ফেব্রুয়ারি মুম্বইয়ের মালবানী ক্রাইম ব্রাঞ্চে কেস দায়ের হয়েছিল৷ তাঁর অপরাধ সংখ্যা 103/2021 অধীনে মামলা দায়ের হয়েছিল৷ ভারতীয় দণ্ডবিধির (IPC) ধারা ২৯২, ২৯৩, ৪২০, ৩৪ এবং তথ্য ও প্রৌদ্যৌগিকী নিয়মের অধীনে ৬৭ ও ৬৭ এ ধারা দেওয়া হয়েছে৷

অভিযুক্ত সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্ম তৈরি করে সেখান থেকে পর্নগ্রাফি ছবি ডিস্ট্রিবিউট করছিল৷ এই খবর পেতেই মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চ প্রপার্টি সেল এই নিয়ে তদন্ত শুরু করে৷ খবর পাওয়া যায় মলাড পশ্চিমের মডগাঁওতে অশ্লীল ভিডিও-র শ্যুটিং চলছিল৷ খবরপেয়েই এপিআই লক্ষ্মীকান্ত সালুংখে বাংলোতে পৌঁছে যান৷ সেখানে ন্যুড ভিডিও-র শ্যুটিং চলছিল৷

শিল্পা শেট্টির স্বামীর হাত ধরেই এই জগতে এসেছিলেন পুনম পাণ্ডে (Poonam Pandey), শার্লিন চোপড়া (Sherlyn Chopra)। সূত্রের খবর মানলে, মহারাষ্ট্রের সাইবার সেলকে বহু আগেই এই তথ্য দিয়েছিলেন দুই অভিনেত্রী।

অ্যাডাল্ট ভিডিওর জগতে বেশ পরিচিত নাম শার্লিন চোপড়া ও পুনম পাণ্ডে। প্রায় দিনই সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিও পোস্ট করেন তাঁরা। শোনা যায়, বহু আগে রাজের প্রজেক্টে কাজ করেছিলেন দুই অভিনেত্রী। সূত্রের খবর মানলে সেই সময়ও এক একেকটি প্রজেক্টের জন্য রাজের কাছ থেকে ৩০ লক্ষ টাকা পেতেন শার্লিন চোপড়া। এমন ১৫ থেকে ২০টি প্রজেক্টে কাজ করেছিলেন তিনি। শুধু রাজ কুন্দ্রা নন, আরও কয়েকজন এই পর্ন কনটেন্ট তৈরির সঙ্গে যুক্ত ছিলেন।

শোনা গিয়েছে, দেশে তৈরি অ্যাপের মাধ্যমে পর্ন কনটেন্টগুলি তৈরি করা হত। তারপর তা বিদেশের এক OTT প্ল্যাটফর্মে আপলোড করা হত। সাতদিন পর নাকি সেগুলি আপনা থেকেই ডিলিট হয়ে যেত। এই কাজে উঠতি অভিনেত্রী-মডেলদেরও জড়ানো হত বলে অভিযোগ। প্রতি প্রজেক্টের জন্য নাকি দুই থেকে আড়াই লক্ষ টাকা দেওয়া হত। সংস্থায় রাজ কুন্দ্রার ৮ থেকে ১০ কোটি টাকা বিনিয়োগ ছিল বলেও খবর।

তবে ‘মাস্টারমাইন্ড’ বা মূল ষড়যন্ত্রকারী শিল্পা শেট্টির স্বামী (Shilpa Shetty)। মুম্বই পুলিশের (Mumbai Police) তরফে জানানো হয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই কুন্দ্রার বিরুদ্ধে এমন অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল। সোমবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল। তারপরই রাতের দিকে গ্রেপ্তার করা হয়। কুন্দ্রা যে এই কাজে জড়িত সেই ব্যাপারে যথেষ্ট প্রমাণ ছিল। সেই কারণেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি মুম্বই পুলিশের।

Exit mobile version