Shilpa is leaving Raj Kundra's house with her children! Decision to raise children on single income

সন্তানদের সঙ্গে নিয়ে রাজ কুন্দ্রার বাড়ি ছাড়ছেন Shilpa! একার রোজগারে সন্তান পালনের সিদ্ধান্ত

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বিটাউনের অন্যতম সফল দম্পতি মনে করা হত শিল্পা শেঠি (Shilpa Shetty) ও রাজ কুন্দ্রাকে (Raj Kundra)। কিন্তু সাম্প্রতিক সময়ে পর্নোগ্রাফি মামলায় রাজের নাম জড়িয়ে পড়ায় চিড় ধরেছে তাঁদের সম্পর্কে, এমনটাই কানাঘুষো টিনসেল টাউনে।

গত ১৯ জুলাই পর্ন বানানো এবং বিভিন্ন অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন ব্যবসায়ী রাজ কুন্দ্রা। তার পর থেকে নানাবিধ বিতর্ক সামলাচ্ছেন তাঁর স্ত্রী শিল্পা এবং পরিবার। সরাসরি রাজের গ্রেফতার নিয়ে কোনও কথা না বললেও কটাক্ষ, অপমান, ব্যঙ্গের জবাব দিয়ে একটি বিবৃতি জারি করেছিলেন শিল্পা। সপ্তাহ খানেক আগে ‘সুপার ডান্সার চ্যাপটার ৪’-এ বিচারকের আসনে ফিরেছেন তিনি। তাঁর শর্ত ছিল, কর্মক্ষেত্রে কোনও ভাবে যেন তাঁর ব্যক্তিগত জীবনকে টেনে আনা না হয়।

আরও পড়ুন: সুশান্ত বিতর্ক সরিয়ে মুক্তি পেল রিয়া চক্রবর্তী অভিনীত Chehre, জানুন কেমন হল

মুম্বইয়ের এক সংবাদমাধ্যম শিল্পার ঘনিষ্ঠ বান্ধবীর সঙ্গে যোগাযোগ করেছে। সাক্ষাৎকারে সেই বান্ধবী জানিয়েছেন, ‘‘রাজের পর্ন-ব্যবসার সম্পর্কে কোনও ধারণা ছিল না শিল্পার। এত শত হিরে, বড় ডুপ্লেক্স বাড়ির খরচ যে ঘৃণ্য ব্যবসা থেকে আসছে, সে সব জানতই না সে।’’ বান্ধবীর কথা থেকেই জানা গেল, রাজের আয়ের এক পয়সাও আর ছুঁতে চান না তাঁর স্ত্রী। বরং নিজে ফের পুরোদমে কাজে ফিরতে চাইছেন তিনি। একার রোজগারে ছেলেমেয়েকে মানুষ করার জন্য আর্থিক পরিস্থ‌িতিকে জোরদার করতে হবে তাঁকে। তাঁর বান্ধবী জানালেন, তাই ইন্ডাস্ট্রির পরিচালক এবং প্রযোজকদের সঙ্গে কথা বলতে শুরু করেছেন তিনি। ইতিমধ্যেই নাকি পরিচালক অনুরাগ বসু এবং প্রিয়দর্শন তাঁকে ছবির প্রস্তাব দিয়েছেন।

সম্প্রতি ‘হাঙ্গামা টু’ ছবিতে অভিনয় করেছেন শিল্পা। তাঁর আরও একটি ছবি আসছে, ‘নিকাম্মা’। আরও ছবিতে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন অভিনেত্রী। এই কথা জানার পর পরিচালক অনুরাগ বসু ও প্রিয়দর্শন তাঁকে কথা দিয়েছেন নিজেদের পরবর্তী ছবিতে তাঁকে কাস্ট করবেন। অন্য এক সূত্র থেকে জানা গিয়েছে, “তারকা হিসেবে নিজের জীবন চালাতে খুব বেশি সমস্যা হবে না শিল্পার। স্বামীকে ছাড়াই তিনি তাঁর ‘স্ট্যান্ডার্ড অফ লিভিং’ ঠিক রাখতে পারবেন”।

আরও পড়ুন: Jacqueline Fernandez: আর্থিক তছরুপের মামলায় জ্যাকলিন ফার্নান্ডেজকে ৫ ঘণ্টা ধরে জেরা করছে ইডি

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest