Shilpa Shetty and Raj Kundra made their first public appearance after raj Kundra's arrest

পর্নকাণ্ডের পরে ম্যাচিং পোশাকে প্রথম প্রকাশ্যে রাজ-শিল্পা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

জেল থেকে জামিনে ছাড়া পাওয়ার পর আর জনসম্মুখে আসেননি শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। বরং, বলা ভালো একপ্রকার মুখ লুকিয়েই ছিলেন বিগত ২ মাস। এমনকী, সব ধরনের বিতর্ক এড়াতে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও মুছে ফেলেন তিনি। যদিও সম্প্রতি ভাইরাল হয়েছে শিল্পা শেট্টির হিমাচল ট্রিপ, যেখানে অভিনেত্রীর সাথে চোখে পড়ল তাঁর ব্যবসায়ী স্বামীকে। হাতে হাত ধরে মন্দিরে পুজো দিতে গেলেন তাঁরা। এদিন টুইনিং করে হলুদ পোশাকে সেজেছিলেন স্বামী আর স্ত্রী।

গত শনিবার থেকে শিল্পার সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে ধর্মশালা ভ্রমণের নানা মুহূর্ত। সঙ্গে রয়েছে দুই সন্তান ভিয়ান-শমিশা। তবে রাজও যে সফরসঙ্গী হয়েছেন, তা ঘুণাক্ষরেও বুঝতে দেননি অভিনেত্রী। গণেশ পুজো থেকে দীপাবলি—সোশ্যাল মিডিয়ায় শিল্পার কোনও পোস্টে এ যাবৎ রাজের উপস্থিতি ছিল না। গত সপ্তাহে সোশ্যাল মিডিয়ার সব অ্যাকাউন্ট বন্ধ করেছেন রাজ। বলিউড সেলেবদের সব পদক্ষেপ যে আদতে নিক্তি মেপে, বলে দিচ্ছে রাজ-শিল্পার যুগলে দর্শন।

 

View this post on Instagram

 

A post shared by GLAM_UNIVERSE (@vinitasaman123)

১৯ জুলাই গ্রেফতার করা হয় রাজ কুন্দ্রাকে। প্রায় দু’মাস জেলে কাটানোর পর ২০ সেপ্টেম্বরে মুম্বই ম্যাজিস্ট্রেট কোট জামিন দেয় তাঁকে। জেল থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় রাজের ছবি ভাইরাল হয়েছিল। দেখা গিয়েছিল, ওজন কমে গিয়েছে বেশ খানিকটা। বসে গিয়েছে চোখ-মুখও। রাজের ছবি দেখে অবাক হয়েছিল সকলে।

এদিনও দেখা গেল নিজের লুক অনেকটাই বদলে ফেলেছেন রাজ। আগের থেকে রোগা লাগছে অনেকটাই। গালে ফ্রেঞ্চকাট দাড়ি। শিল্পা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ট্রিপের একধিক ফোটো আর ভিডিও শেয়ার করেছেন। যেখানে তাঁর দুই ছেলে-মেয়ে ভিয়ান আর সমিশার দেখা মিলেছে। কিন্তু এবারেও রাজের সাথে একটাও ছবি দেননি সোশ্যাল মিডিয়ায়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest