১৬ জুন থেকে মিলল শ্যুটিং শুরুর অনুমতি, মানতে হবে একগুচ্ছ বাধানিষেধ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

চলতি সপ্তাহ থেকেই সিনেমা, সিরিয়াল এবং ওটিটি-র শ্যুটিং শুরু করতে পারবে টলিউড। আজ নবান্নের তরফে এমনটাই জানানো হয়েছে রাজ্যবাসীকে। সঙ্গে ১৬ জুন থেকে বেশ কিছু ছাড়ের কথাও ঘোষণা করা হয়েছে। দীর্ঘ ১ মাস পর ১৬ তারিখ থেকেই শ্যুটিং শুরুর অনুমতি পেয়ে স্বস্তিতে টলিউড। এমনিতেই লকডাউনে বাড়ি থেকে শ্যুট করা নিয়ে প্রযোজকদের সঙ্গে ফেডারেশনের দ্বন্দ চরমে উঠেছে। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর নয়া ঘোষণা কিছুটা আশার আলো নিয়ে এল সকল শিল্পী ও কলা-কুশলীদের জন্য।

রাজ্যের করোনা (Corona Virus) আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে। রবিবারের পরিসংখ্যান অনুযায়ী তা চার হাজারেরও কম। তবে সুরক্ষা নিয়ে কোনও আপস করতে চায় না রাজ্য সরকার। সেই কারণেই ১ জুলাই পর্যন্ত রাজ্যে বিধিনিষেধ বজায় রাখার কথা এদিন জানানো হয়েছে। সেখানেই মুখ্যমন্ত্রী জানান, বেশ কিছুদিন ধরেই তাঁর কাছে শুটিং চালু করার আবেদন জানাচ্ছিলেন সিনেমা-সিরিয়ালের প্রযোজক-পরিচালকরা। সেই আবেদন রেখেই শর্ত সাপেক্ষে শুটিং চালুর অনুমতি দেওয়া হল। একটি শিফটে সর্বাধিক ৫০ জন ইউনিট মেম্বার নিয়ে শুটিং করা যাবে। তবে এর মধ্যে কতজন অভিনেতা-অভিনেত্রী, আর কতজন টেকনিশিয়ান থাকতে পারবেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

শুটিং ফ্লোরের প্রত্যেকে যেন ভ্যাকসিনেটেড থাকেন। এরপরও সকলকে মাস্ক পরে থাকতে হবে। ফ্লোরে সুরক্ষাবিধি যেন মানা হয়। স্যানিটাইজেশনের উপযুক্ত ব্যবস্থা থাকে বলেই জানানো হয়েছে। উল্লেখ্য, কোভিডের (COVID-19) দ্বিতীয় ধাক্কায় ইন্ডাস্ট্রির অনেকেই আক্রান্ত হয়েছিলেন। তারপর রাজ্যে নতুন করে বিধিনিষেধ আরোপ করা হয়। আর তার জেরে শুটিংও বন্ধ করে দেওয়া হয়। এমন পরিস্থিতিতে বাড়ি থেকে শুটিং অর্থাৎ শ্যুট ফ্রম হোমের (Shoot From Home) বিকল্প রাস্তা বেছে নেওয়া হয়েছিল অনেক ধারাবাহিকের ক্ষেত্রে। তা নিয়ে আবার সিনে ফেডারেশন ও টেলিভশন প্রযোজকদের মধ্যে কাজিয়া শুরু হয়। শুট ফ্রম হোমের নিয়ম মানা হচ্ছে না।

পাশাপাশি করোনা বিধি ভেঙে হোটেল, পার্কে শুটিং করা হচ্ছে। এমনই অভিযোগ ফেডারেশনের। যদিও আগেই এই অভিযোগ অস্বীকার করা হয়েছিল পশ্চিমবঙ্গের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন প্রোডিউসার্সের পক্ষ থেকে। সোমবার অবশ্য আবারও প্রমাণ পেশ করে এই অভিযোগ জানায় ফেডারেশন। টেলিভিশনের প্রযোজকদের এর জবাব দিয়ে শ্বেতপত্র প্রকাশ করতেও বলা হয়। না হলে নতুন করে শুটিং শুরু হলে ব্যবস্থা নেওয়া বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest