মিনি হরর সিরিজের সাফল্যের পর শর্ট ফিল্ম ‘ঊর্মিমালা’ শর্ট ফিল্ম বানাচ্ছেন পরিচালক ইন্দ্রনীল ব্যানার্জি। নাম ‘ঊর্মিমালা’। সম্প্রতি সম্পন্ন হল শুভ মহরৎ। গল্পের বিষয়বস্তু এরকম- একজন সাহিত্যিকের লেখনীর মূল বিষয়বস্তুই হল অবাস্তব জগতের গল্পকাহিনি। কোনও কোনও মুহূর্তে এই সব কাল্পনিক চরিত্রগুলো তার কাছে জীবন্ত হয়ে তার সামনে এসে উপস্থিত হয়, সে তাদের সাথে কথা বলে, হাসে। আবার সময়ের সঙ্গে সঙ্গে তাদের প্রস্থানও ঘটে।
একদিন মধ্যরাত্রে হঠাৎ এক সুন্দরী মহিলা লেখকের ঘরে উপস্থিত। চারিদিকে ঘোর নির্জনতা। সুন্দরী মহিলা তার নিজের পরিচয় দিয়ে এগিয়ে আসে লেখকের একদম কাছে। তারপর? জানতে হলে দেখতে হবে এই স্বল্প সময়ের ছবি৷
আরও পড়ুন: বিবাহবিচ্ছেদের নোটিশ পাঠাচ্ছেন নিখিল! উত্তরে কি বললেন নুসরত?
বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আশিস পাঠক, পিয়ালি ধর, শম্পা মুখার্জি। নবাগত গোকুল মল্লিক এবং সত্যচরণ সর্দার৷ কেষ্ট দাসের প্রযোজনায় নির্মিত এই ছবির সিনেমাটোগ্রাফি করেছেন তুহিন দাশগুপ্ত।
প্রসঙ্গত, লকডাউনে ‘হ্যাঁচ্চ’ শিরোনামের একটি শর্ট ফিল্ম বানান ইন্দ্রনীল। তারপর ইন্দ্রনীল নির্মিত হরর জঁরের মিনি সিরিজ ‘ফোর শেডস অফ লিপ’ প্রশংসিত হয় বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে।এই সিরিজটি তৈরি হয়েছে সত্যি ঘটনাকে কেন্দ্র করে। কাহিনীর বিন্যাসে, আলোর কাজ, পরিবেশ, ক্যামেরার কাজ – সবের মধ্যেই পাবেন দর্শকরা পাবেন গা ছমছমে অনুভূতি।যা কখনো কখনো বইয়ে দেবে ভয়ের চোরা স্রোত ।আপনি যদি হরর সিরিজের ভক্ত হন, তাহলে এই সিরিজ কোনো ভাবেই মিস করবে না।
আরও পড়ুন: ‘কাজ প্রমাণ করে কথার কোনও দাম নেই’, সোশ্যাল মিডিয়া ‘ইঙ্গিতবহ’ পোস্ট যশ দাশগুপ্তর