Shreya Ghoshal introduces his son Devyaan with her fans as he turns 6 months old – See photos

ছ’মাসে পা দেবযানের, প্রথমবার অনুরাগীদের সামনে ছেলে কোলে শ্রেয়া

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

মাতৃত্বের ছয় মাস পূর্ণ করলেন শ্রেয়া ঘোষাল। দেবয়ানের বয়স হল ছয় মাস। আর এই বিশেষ দিনটিকে আরও বিশেষ করে তুলতে প্রথম বার ছেলের মুখ অনুরাগীদের দেখালেন শ্রেয়া। সঙ্গে ক্যাপশনে বেশ কিছু আবেগঘন কথা। একটা নয়, দুটো নয়। ছেলের সঙ্গে তাঁর প্রায় চারটে ছবি শেয়ার করেছেন শ্রেয়া।

ক্যাপশন লিখেছেন দেবয়ানের বয়ানে। দেবয়ান যেন বলছে, “হাই, আমি দেবয়ান, আজ আমার ছয় মাস পূর্ণ হল। এই মুহূর্তে আমি আমার চারপাশে যা যা হচ্ছে তা নিয়ে ভীষণ ব্যস্ত। পছন্দের গান শুনছি। বই পড়ছি। কত ছবি সেখানে। মজার মজার জোক শুনে হাসছি। আর মায়ের সঙ্গে গভীর সব আলোচনা করছি। মা আমাকে বোঝে। তোমাদের সবার আশীর্বাদের জন্য থ্যাঙ্ক ইউ…”। শ্রেয়ার একরত্তিকে দেখে উত্তেজনা কিছুতেই ধরে রাখতে পারছেন না তাঁর অনুরাগীরা। কেউ দেবয়ানের সঙ্গে মায়ের মুখের মিল খুঁজে পাচ্ছেন আবার কেউ বা বাবার। তাঁর ফোকলা দাঁতের মিষ্টি হাসিতে এ দিন সকাল থেকেই বুঁদ নেটপাড়া।

 

View this post on Instagram

 

A post shared by shreyaghoshal (@shreyaghoshal)

মে মাসে ছেলে হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন শ্রেয়া নিজে। শখ করে ছেলের নাম রেখেছেন দেবয়ান মুখোপাধ্যায়। সেই সময় শ্রেয়া সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘আলাপ করিয়ে দিই, দেবয়ান মুখোপাধ্যায়ের সঙ্গে। ২২ মে ও এসে আমাদের জীবনটাকে সম্পূর্ণ বদলে দিয়েছে।  ২০১৫ সালে ছোটবেলার বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ের পর্ব সেরেছিলেন শ্রেয়া। আচমকাই নিজেদের বিয়ের ফটো সকলের সামনে এনে অনুরাগীদের সারপ্রাইজ দেন শ্রেয়া।

মা হওয়ার খবরটাও তেমনই আচমকাই আসে ২০২১-এ। শ্রেয়া সোশ্যাল মিডিয়ায় বেবি বাম্পের ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘বেবি শ্রেয়াদিত্য আসছে! শিলাদিত্য এবং আমি দারুণ খুশি এই খবরটা তোমাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে।’

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest