‘শরীর বেচে সিরিয়ালে চান্স…’, কুরুচিকর আক্রমণ শ্রুতিকে, পুলিশে অভিযোগ অভিনেত্রীর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

গায়ের রং কালো বলে কটাক্ষ। একদিন নয়, দিনের পর দিন ধরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্যঙ্গ-বিদ্রপ করা হয়েছে। যাবতীয় হেনস্তার বিরুদ্ধে কলকাতা পুলিশের দ্বারস্থ হলেন ‘দেশের মাটি’ (Desher Mati) ধারাবাহিক খ্যাত অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)।

‘দেশের মাটি’ র বর্তমান ট্র্যাক নিয়ে আপত্তি তুলছেন অনেকেই। নোয়া-কিয়ানের চেয়ে কেন রাজা-মাম্পি জুটিকে কম গুরুত্ব দেওয়া হয় সেই নিয়েও বরাবরের অভিযোগ দর্শকদের একাংশের। সিরিয়াল থেকে শ্রুতিকে বাদ দেওয়ার দাবি জানিয়েও সরব হয়েছে নেটিজেনদের একাংশ।এর মধ্যেই একজন স্টার জলসার ফেসবুকের কমেন্ট বক্সে লিখে বসেন, ‘শ্রুতি দাসকে সিরিয়াল থেকে বাদ দেওয়া হোক। খুব ফালতু একটা মেয়ে, শরীর বিক্রি করে… ওকে আমাদের খুব সামনে থেকে দেখা’।

আরও পড়ুন: ফুসফুসে সংক্রমণ, হাসপাতালে ভর্তি নাসিরুদ্দিন শাহ, জানুন কেমন আছেন অভিনেতা?

এরপর কমেন্ট বক্সে ওই মহিলা আরও অশ্লীল মন্তব্য করেন শ্রুতির উদ্দেশে। এরপর গোটা ঘটনার স্ক্রিনশট তুলে প্রথমে কলকাতা পুলিশ ও পরে কলকাতা পুলিশের সাইবার সেল বিভাগে মেল করেন শ্রুতি। ই-মেলে তিনি লেখেন, ‘ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমার দুই ভেরিফায়েড প্রোফাইল রয়েছে। সুপর্ণা বোস সরকার নামক ওই মহিলা আমার হোমটাউন কাটোয়ারই বাসিন্দা। স্টার জলসার পেজে তিনি আমাকে উদ্দেশ্যে করে এমন সব মন্তব্য করেছেন যার বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নিতে চাই’।

অনলাইনে নিগ্রহের এই ঘটনার তীব্র নিন্দা করেন বাংলা মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় (Leena Gangopadhyay)। ‘দেশের মাটি’ সিরিয়ালের কাহিনি তাঁরই লেখা। এই ধরনের মন্তব্য যারা করে, তাদের কঠোর শাস্তি হওয়া উচিত বলেই মনে করেন লীনা গঙ্গোপাধ্যায়। শ্রুতির পাশে দাঁড়িয়েছেন সহ-পরিচালক শৈবাল বন্দ্যোপাধ্যায় (Saibal Banerjee)। কিছু মানুষ এখনও মধ্যযুগের মানসিকতা নিয়ে বেঁচে আছেন বলে মনে করেন তিনি। ধারাবাহিকে শ্রুতির বিপরীতে কিয়ানের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta)। গায়ের রঙের সঙ্গে প্রতিভা ও গ্ল্যামারের কোনও সম্পর্ক নেই বলেই জানান তিনি। যে মানুষ দেবী কালীর আরাধনা করেন তাঁরা কীভাবে শ্রুতির মতো অভিনেত্রীর সম্পর্কে এমন কথা বলতে পারেন? প্রশ্ন করেন দিব্যজ্যোতি। শোনা গিয়েছে, শ্রুতির অভিযোগ পেয়ে ইতিমধ্যেই তদন্তের কাজ শুরু করে দিয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police)।

আরও পড়ুন: ‘রাণীমা’-র জার্নি শেষে ধারাবাহিকের নামেও বদল! অন্তিমপর্বের শুটিংয়ে আবেগপ্রবণ দিতিপ্রিয়া

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest