Singer KK dies at 53 after live performance in Kolkata

Singer KK Dies: কলকাতায় অনুষ্ঠানের পর হঠাৎ অসুস্থ, প্রয়াত সংগীতশিল্পী কেকে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

প্রয়াত বিশিষ্ট সংগীতশিল্পী  কেকে। কলকাতার নজরুল মঞ্চের অনুষ্ঠানে গান গাইতে এসেছিলেন তিনি। অনুষ্ঠানের পর হোটেলে ফিরেই  আচমকাই অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে শিল্পীকে মৃত বলে ঘোষণা করা হয়। মনে করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রখ্যাত শিল্পীর।

বলিউডের তারকা গায়ক কৃষ্ণকুমার কুনাথ ওরফে কেকে। বয়স হয়েছিল ৫৪ বছর। মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে গানের অনুষ্ঠান ছিল তাঁর। অনুষ্ঠান শেষে কেকে ফিরে যান মধ্য কলকাতার একটি বিলাসবহুল হোটেলে। সেখানে পৌঁছনোর পর অনুরাগীরা তাঁর সঙ্গে ছবি তোলার অনুরোধ জানান। অসুস্থ বোধ করায় তিনি ছবি তোলায় ‘না’ করেন। হোটেলে পড়েও যান বলে জানা গিয়েছে। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় একবালপুরের কাছে একটি বেসরকারি হাসপাতালে। সেখানে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।মঙ্গলবার ঘড়িতে তখন রাত সাড়ে ৯টা। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, হৃদ্‌রোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে কেকে-র।

আরও পড়ুন: Sameer Wankhede: শাহরুখ-পুত্রের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ, পাল্টা নিজেই ফাঁসলেন সমীর ওয়াংখেড়ে

শিল্পীর আকস্মিক প্রয়াণে শোকের ছায়া সর্বত্র। রাতে তাঁর দেহ মর্গে রাখা হয়েছে। বুধবার কেকে-র দেহের ময়নাতদন্ত হবে। সকালেই শহরে আসার কথা তাঁর স্ত্রী ও পুত্রের। কেকে-র মৃত্যুর খবর ফেসবুকে প্রথম জানান কিশোর-পুত্র অমিত কুমারের স্ত্রী রিমা গঙ্গোপাধ্যায়। সঙ্গে সঙ্গে শোকের ছায়া নেমে আসে অনুরাগী মহলে। সুরের শহর কলকাতা শিল্পীর গানের শেষ সাক্ষী হয়ে রইল। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে বলিউডের অনেকে।

শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে হাসপাতালে যান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। গিয়েছেন সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়। কেকে-র অনু্ষ্ঠানের আয়োজক তোচন ঘোষ গিয়েছেন। আগামিকালও তাঁর আর একটি শো করার কথা ছিল। তবে তার আগেই ‘অলবিদা’ জানিয়ে চলে গেলেন কেকে।

আরও পড়ুন: Ranbir Kapoor : ক্রেন থেকে পড়ল বিশালাকার মালা, ‘ব্রহ্মাস্ত্র’ প্রচারে দক্ষিণে পৌঁছলেন রণবীর!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest