Singer Rupankar Bagchi explains about his statement on KK which creates Controversy

Rupankar Bagchi: ‘কেকে’র প্রতি বিদ্বেষ নেই, ওঁর পরিবারের কাছে ক্ষমাপ্রার্থী’, ক্ষমা চেয়ে বললেন রূপঙ্কর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কেকে’র মৃত্যুর কয়েক ঘণ্টা আগে তাঁকে নিয়ে রূপঙ্করের ফেসবুক পোস্ট এখনও বিতর্কের কেন্দ্রে। কিন্তু সেই পোস্ট আর রাখবেন না। সাংবাদিক বৈঠক করে রূপঙ্কর জানালেন, তিনি নিঃশর্ত দুঃখ প্রকাশ করছেন।

গত সোমবার রাতে কেকে’কে (Singer KK) নিয়ে একটি ভিডিও পোস্ট করেন রূপঙ্কর। ঠিক তার পরদিন  রাতে নজরুল মঞ্চে অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে পড়েন কেকে। শেষ পর্যন্ত হৃদরোগ প্রাণও কাড়েন তাঁর। রূপঙ্করের বিতর্কিত মন্তব্যের পরই শিল্পীর প্রাণহানির ঘটনায় ফুঁসতে থাকেন অনুরাগীরা। সমালোচনার ঝড় বইতে থাকে সর্বত্র। কার্যত কোণঠাসা হয়ে যান রূপঙ্কর। তাঁর স্ত্রী প্রাণনাশের হুমকি ফোন পান বলেও অভিযোগ।

এই পরিস্থিতিতেই শুক্রবার প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হন রূপঙ্কর (Rupankar Bagchi)। সেদিনের ভিডিওটির জন্য ক্ষমাপ্রকাশ করেন সংগীতশিল্পী। সমালোচনার জেরে তাঁর মানসিক অবস্থা ঠিক কীরকম, তার ব্যাখ্যা দেন রূপঙ্কর। শিল্পীর কথায়, “আমার সংগীত জীবনে এইরকম বিভীষিকার মুখোমুখি হতে হবে ভাবিনি। ওড়িশায় বসে করা ভিডিও পোস্ট এমন পরিস্থিতি তৈরি করবে যা আমার গোটা পরিবারকে চরম দুর্ভাবনা এবং মানসিক নিপীড়নের মধ্যে ঠেলে দেবে। মুহূর্তের অসতর্কতা যে এমন গনগনে এবং মারমুখী আবেগ বয়ে আনবে কে জানত?” শুধুমাত্র বুঝিয়ে না বলতে পারার ফলেই এত সমালোচনা, কাটাছেঁড়া বলেই মনে করছেন রূপঙ্কর।

আরও পড়ুন: KK demise: ঠোঁটে-কপালে আঘাতের চিহ্ন, কেকে-র প্রয়াণে অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু

একই কথা সাংবাদিক বৈঠকের শেষে তাঁর বয়ান হিসাবেও সাংবাদিকদের হাতে তুলে দেওয়া হয়। সখানে রূপঙ্কর লিখেছেন, ‘প্রয়াত কেকে সম্পর্কে আমার ব্যক্তিগত কোনও বিদ্বেষ নেই। থাকার প্রশ্নও ওঠে না। আমি শুধু ওর কনসার্ট নিয়ে তৈরি হওয়া উন্মাদনা লক্ষ্য করে বলতে চেয়েছিলাম বাঙালি গায়কদের জন্যও আপনারা একইরকম দরদ দেখান।’

রূপঙ্কর এর পরে বলেন, ‘একই সঙ্গে আরও কিছু সমযোদ্ধার নাম করেছিলাম, যাঁদের ট্যালেন্ট আমার মতে জাতীয় পর্যায়ের। পরে মনে হয়েছে নামগুলো বলার আগে জিজ্ঞেস করে নেওয়া উচিত ছিল। কিন্তু আবার বলি এককভাবে ইস্যুটা দেখিনি। কেকে’র মতো ভারতবিখ্যাত পারফরমারের নামটা নিছক প্রতীক ছিল। নিছক উপলক্ষ্য। লক্ষ্য কখনও তিনি ছিলেন না। থাকার প্রশ্নও নেই।’

শেষে বাঙালি গায়ক বলেন, ‘কে জানত, চরম দুর্ভাগ্য কেকে’র জন্য এইভাবে ওঁৎ পেতে রয়েছে। একজন প্রথিতযশা শিল্পী কলকাতার মঞ্চে গাইতে এসে এভাবে প্রাণ হারালেন সেটা খুব হৃদয় বিদারক।আমি আজ আপনাদের কারো সঙ্গে আলাদা করে কথা বলছি না। পরে নিশ্চয়ই বলবো। কিন্তু আজ সেই দিন নয়। আপনাদের কাছে মার্জনা চাইছি আগাম।’ এটি বলেই বেরিয়ে যান তিনি।

আরও পড়ুন: Shah Rukh Khan: জল্পনায় ইতি, জানা গেল শাহরুখ-অ্যাটলির নতুন সিনেমার নাম

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest