‘ইচ্ছেনদী’-র ৬ বছর! আবেগে ভাসলেন বিক্রম – শোলাঙ্কি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বাংলা বিনোদন দুনিয়ায় শোলাঙ্কি রায়ের আত্মপ্রকাশ অন্য ধারাবাহিকে ৷ কিন্তু তিনি দর্শকদের নয়নের মণি হয়ে উঠেছিলেন ‘ইচ্ছেনদী’-র স্রোতে ৷ এই ধারাবাহিকের ‘মেঘলা সেন’-এর চরিত্রে অভিনয় করতে করতে একাত্ম হয়ে গিয়েছিলেন চরিত্রটির সঙ্গে ৷ নিজের নাম চাপা পড়ে গিয়েছিল ‘মেঘলা’-র আড়ালে ৷

দর্শকদের পছন্দতালিকায় শীর্ষে ছিল এই ধারাবাহিক ৷ অনুরাগ-মেঘলার ভূমিকায় দুর্দান্ত জনপ্রিয় হয়েছিল শোলাঙ্কি-বিক্রমের অনস্ক্রিন রোমান্স ৷ পর্দার বাইরেও তাঁদের অন্তরঙ্গ বন্ধুত্ব ছিল চর্চিত ৷ সেই ‘ইচ্ছেনদী’-র বয়স হল ছ’ বছর ৷ সোশ্যাল মিডিয়ায় সে কথা শেয়ার করেছেন শোলাঙ্কি ৷ নস্টালজিক হয়ে লিখেছেন, ‘ইচ্ছেনদী’ ধারাবাহিক তাঁর হৃদয়ের খুব কাছাকাছি ৷ তাঁদের ভালবাসার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন দর্শকদের ৷ নিজের পোস্টে শোলাঙ্কি ট্যাগ করেছেন বিক্রমকে ৷

 

View this post on Instagram

 

A post shared by Solanki Roy (@srbrishti.19)

আরও পড়ুন: সুশান্তর মৃত্যুদিনটি ‘ওয়ার্ল্ড অ্যান্টি নেপোটিজম ডে’ হিসেবে পালন অনুরাগীদের

অন্যদিকে, নিজের মনের কথা সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন বিক্রম।

 

View this post on Instagram

 

A post shared by Vikram Chatterjee (@vikramchatterje)

২০১৫-র ১৫ জুন থেকে এই ধারাবাহিকের সূত্রপাত যত সুখের ছিল, শেষটা ছিল তত তিক্ত ৷ ২০১৭ সালের ২৯ এপ্রিল পথ দুর্ঘটনায় মারা যান মডেল সনিকা চৌহান ৷ তাঁর সঙ্গে গাড়িতে ছিলেন বিক্রমও ৷ এই মামলায় জড়িয়ে পড়েন অভিনেতা ৷  এই ঘটনার ১ মাসের মধ্যে, ২৮ মে শেষ হয়ে যায় ‘ইচ্ছেনদী’-র সম্প্রচার ৷ এর পর বিক্রম দীর্ঘ দিন ছিলেন কাজের বাইরে ৷ পরের বছর কাজ থেকে বিরতি নেন শোলাঙ্কিও ৷ ব্যাঙ্কার শাক্য সেনকে বিয়ে করে পাড়ি দেন নিউজিল্যান্ডে ৷

এখন অবশ্য বিক্রম ও শোলাঙ্কি দু’জনেই আবার ফিরে এসেছেন বাংলা টেলিদুনিয়ায় ৷ ‘ফাগুন বউ’ এবং ‘প্রথমা কাদম্বিনী’-তে গত তিন বছর ধরে অভিনয় করেছেন শোলাঙ্কি ৷ ‘ফাগুন বউ’-তে ছিলেন বিক্রমও ৷ এখন ‘ডান্স বাংলা ডান্স’-এ তিনি অঙ্কুশ হাজরার সঙ্গে সহ-সঞ্চালক ৷

সনিকা বিতর্কে বিক্রমের পাশে ছিলেন শোলাঙ্কি ৷ এখনও তাঁদের বন্ধুত্ব অটুট ৷ সে কথা টের পাওয় যায় সামাজিক মাধ্যম থেকেই ৷ জনপ্রিয় এই জুটির ছবি দেখে ‘ইচ্ছেনদী’-র স্মৃতি ফিরে এসেছে দর্শকমনেও ৷ ‘অনুমেঘ’ জুটির স্মৃতিতে বুঁদ দর্শকরাও ৷

আরও পড়ুন: Bell Bottom: আকর্ষণীয় টিজারের সঙ্গে সিনেমাহলে ছবি মুক্তির তারিখ জানালেন অক্ষয় কুমার

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest