ফের ছন্দে ফিরেছে টলিপাড়া। শুরু হয়েছে শ্যুটিং। কিন্তু সেই চেনা ছবি আর নেই। একসঙ্গে চা খেতে খেতে আড্ডা, মেকআপ রুমে একসঙ্গে বসে গল্প, খাবার ভাগাভাগি করে খাওয়া সবই এখন বাদ পড়েছে সুরক্ষার খাতিরে। মেকআপ আর্টিস্টরা পিপিই কিট পরে মেকআপ করছেন। সবার মুখে মাস্ক, হাতে গ্লাভস। এছাড়াও শ্যুটিং সংক্রান্ত বেশ কিছু বিধিনিষেধ রয়েছে। কিন্তু এত কিছুর পরও কাজে ফিরতে পেরে সকলে খুশি।
লকডাউনের পরে পুরানো সিরিয়ালের সঙ্গে দর্শকদের পাওনা হতে চলেছে আরও দুই নয়া সিরিয়াল। নতুন ধারাবাহিক তিতলি। ১৩ জুলাই থেকে সন্ধে সাড়ে ছ’টায় আসছে ষ্টার জলসার পর্দায় আসছে তিতলি। এছাড়াও আসছে যমুনা ঢাকি। জি বাংলায় সন্ধে ৭.৩০ এর স্লটে আসছে এই সিরিয়াল। এই প্রথম কোনও মহিলা ঢাকির লড়াই উঠে এল সিরিয়ালের পর্দায়। মুখ্য ভূমিকায় দেখা যাবে শ্বেতা ভট্টাচার্যকে। সেই সঙ্গে থাকবেন রুবেল দাস। লকডাউনে বন্ধ হয়ে গিয়েছে শ্বেতা অভিনীত কণক কাঁকন। অন্যদিকে জি বাংলায় বন্ধ হয়েছে বাঘ বন্দি খেলা। ওই সিরিয়ালেই অভিনয় করতেন রুবেল। সম্প্রতি এই সিরিয়ালের প্রোমো দেখানো শুরু হয়েছে।
https://www.instagram.com/p/CCX7s8lBPdD/
‘কাদম্বিনী’র পর জি বাংলা এ যুগের মেয়েদের জীবনযাত্রার আরও একটি নতুন দিক তুলে আনছে ‘যমুনা ঢাকি’ ধারাবাহিকের মাধ্যমে। শুরুতেই দুর্গাপুজোর চিত্র। রায়বাড়িতে দুর্গা বরণ হবে। কিন্তু যে ঢাকি প্রতিবার ঢাক বাজান তিনি অসুস্থ হয়ে পড়ায় তাঁর মেয়ে এসেছেন। এই মহিলা ঢাকিকে কেন্দ্র করেই গল্প। মেয়েরা সব কাজ পারলেও কেন ঢাক বাজাতে পারবে না, সেই নিয়েই লড়াই শুরু জয়িতার।
অন্যদিকে, তিতলি স্বপ্ন দেখে একদিন সে পাইলট হবে। প্লেন চালাবে। কিন্তু বধির হয়ে কীভাবে প্লেন চালাবে সে! প্লেন চালাতে গেলে শোনা এবং বলা দুটোই প্রয়োজন। কমিউনিকেশন এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। তাই শ্রবণশক্তি হারিয়ে গেলেও তিতলি ভেঙে পড়তে রাজি নয়। কীভাবে এই অসম্ভবকে সম্ভব করে তুলবে তা দেখা যাবে টিভির পর্দায়।
https://www.instagram.com/p/CCawRDCBk1U/?utm_source=ig_web_copy_link
এই সিরিয়ালে তিতলির ভূমিকায় থাকছে মধুপ্রিয়া চৌধুরী। মধুপ্রিয়ার প্রথম কাজ এটি। অন্যদিকে সানির চরিত্রে আরিয়ান ভৌমিক। অনেকদিন বাদে টেলিভিশনের পর্দায় দেখা যাবে আরিয়ানকে। লকডাউনের আগেই তিনি ফিরেছেন কাকাবাবুর শ্যুটিং শেষ করে।
এছাড়াও লকডাউনের আগেই ঘোষণা করা হয়েছিল ক্ষীরের পুতুলের। সেই ধারাবাহিক কবে আসছে তাও কিন্তু এখনও জানা যায়নি। এদিকে সোমবার থেকে জি বাংলায় শুরু হয়েছে কাদম্বিনী। প্রতিদিন ঠিক ৮.৩০-এ দেখা যাচ্ছে সেই ধারাবাহিক। স্টার জলসাতেও চলছে প্রথমা কাদম্বিনী। দুই চ্যানেলেই জমজমাট লড়াই কাদম্বিনীদের।