নেগেটিভ ভাবনার লোকজন চাই না, লিখে টুইটার ছাড়লেন সোনাক্ষী সিনহা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

The News Nest: নিজের টুইটার অ্যাকাউন্ট সাময়িকভাবে নিষ্ক্রিয় করে দিলেন সোনাক্ষী সিনহা। সোশ্যাল মিডিয়ায় সমালোচনা, আক্রমণ, উৎপীড়ন থেকে দূরে থাকতেই তিনি এই পদক্ষেপ করেছেন নিচ্ছেন বলে জানিয়েছেন সোনাক্ষী।

 সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে সোশ্যাল মিডিয়া,বিশেষত টুইটারে ব্যাপক রোষের মুখে পড়েন স্টারকিডরা। সুশান্তের মৃত্যুর জন্য বলিউডের স্বজনপোষণকেই দায়ী করেন সোশ্যাল মিডিয়ার একটা বড়ো অংশ। এই নেগেটিভ পরিস্থিতিতে সোনাক্ষীর মন ভাল নেই। তাই অবসাদ থেকে দূরে থাকতে তিনি টুইটার অ্যাকাউন্টটি ডি-অ্যাক্টিভেট করার কথা জানালেন। এদিন অ্যামি পোলারের ‘পিস আউট সাইন’-এর একটি ছবি পোস্ট করে লেখেন, নিজেরে শুদ্ধ রাখবার প্রথম পদক্ষেপ হল সবরকমের নেগেটিভিটি থেকে দূরে থাকা। আর আজকাল তো টুইটারের চেয়ে বেশি নেগেটিভিটি অন্য কোথাউ নেই! চলো..আমি চললাম-নিজের অ্যাকাউন্ট ডি-অ্যাক্টিভেট করছি। বাই সকলকে,শান্তিতে থাকো’।

আরও পড়ুন: সুশান্তের বান্দ্রার আগের ফ্ল্যাট ছিল ভূতুড়ে, পুলিশের কাছে দাবি রিয়ার

https://www.instagram.com/p/CBp5HA5AcpP/

শুধু টুইটার ছাড়াই নয়, সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সেটিংও পাল্টে ফেলেছেন সোনাক্ষী। তাই এখন আর সোনাক্ষীর কোনও পোস্ট বা ইনস্টা স্টোরিতে কেউ কোনওরকম মন্তব্য করতে পারবে না। তবে এ থেকে উঠছে অনেক প্রশ্ন ! সোনাক্ষি মানসিক অবসাদে ভুগছেন না তো ! ফ্যানেরা অনেকেই আশাহত হয়েছেন সোনাক্ষির এই সিদ্ধান্তে। আবার অনেকেই তাঁকে সাপোর্টও করেছেন। এই অভিনেত্রীর হাতেও আজকাল তেমন কাজ নেই। তবে সোনাক্ষি খুবই শক্ত মনের মানুষ। অভিনয়ের থেকেও বেশি তিনি ভালবাসেন স্টেজ শো করতে, গান গাইতে। তিনি ইনস্টাতে লিখেছেন, “আগ লাগে বস্তি মে, ম্যায় আপনি মস্তি মে।”

আরও পড়ুন: ‘মাই বুডঢা’ সম্বোধন করে মহেশ ভাটের সঙ্গে ঘনিষ্ঠ ছবি, সুশান্তের মৃত্যুর পর নতুন করে নেটিজেনদের রোষে রিয়া

Gmail 3

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest