পরিযায়ীদের বাড়ি ফিরিয়েছেন, এবার কাজ খুঁজে দিতে ‘প্রবাসী রোজগার’ অ্যাপ লঞ্চ করলেন সোনু সুদ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে তাঁর উদ্যোগের কথা এখনো ভোলেনি গোটা দেশ। এর মধ্যেই নতুন কীর্তি গড়তে চলেছেন বলিউড অভিনেতা সোনু সুদ। একটি এপ লঞ্চ করছেন তিনি। যার মাধ্যমে কাজ হারানো শ্রমিকদের কর্মসংস্থানের সুবিধা হয়।

মুম্বই মিররে প্রকাশিত রিপোর্ট অনুসারে, আনুষ্ঠানিক বিবৃতিতে সোনু সুদ জানিয়েছেন, শেষ কয়েক মাস ধরেই বিষয়টি নিয়ে পরিকল্পনা করছেন তিনি। প্রচুর পরিকল্পনা এবং প্রস্তুতি লেগেছে এই প্রয়াসকে বাস্তবায়িত করতে।এর জন্য প্রচুর সংস্থা, এনজিও এবং স্বেচ্ছাসেবী সংগঠন, সরকারি দফতরের এবং টেকনোলজি স্টার্টআপ সংস্থার সঙ্গে যোগাযোগ করেছেন সোনু সুদ। গত তিন মাস ধরে কয়েক হাজার পরিযায়ী শ্রমিককে ঘরে ফিরিয়েছেন সোনু। তাঁদের সকলের যাতে রুজিরুটির সংস্থান হয় এটাই এখন একমাত্র লক্ষ্য সোনু সুদের।

আরও পড়ুন: দ্বিতীয় রিপোর্ট নেগেটিভ, করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন অমিতাভ

77099187

 

কনসট্রাকশন,সিকিউরিটি, অটো-মোবাইল,ই-কমার্স, হেলথকেয়ার সহ নানান ক্ষেত্রের প্রায় ৫০০টি কোম্পানিতে কাজের সুযোগ থাকবে এই পোর্টাল তথা অ্যাপে। যারা নিজেদের প্রয়োজন মত গৃহনির্মাণ, বস্ত্র, বিপণন, বিপিও, ইঞ্জিনিয়ারিং, নিরাপত্তা, পরিবহন, ই কমার্স, স্বাস্থ্যকর্মীদের নিয়োগের বিজ্ঞাপন দেবে। তা দেখেই সংশ্লিষ্ট সংস্থায় আবেদন করতে পারবেন শ্রমিকরা। দেশের সাতটি শহর দিল্লি, মুম্বই, তিরুবন্তপুরম, ব্যাঙ্গালোর, হায়দরাবাদ, কোয়েম্বাতুর এবং আহমেদাবাদ- এ থাকবে সাপোর্ট সেন্টার।

কীভাবে এমন অ্যাপ লঞ্চের পরিকল্পনা মাথায় এল, সোনু সুদ বলছিলেন, শ্রমিকদের সঙ্গে কথাবার্তা বলার সময় তিনি জানতে পারেন উপযুক্ত সুযোগ পেলে তারা কীভাবে ফের কাজে ফিরতে চান। এর পরেই সোনু সুদ ঠিক করেন দেশের সমস্ত পরিযায়ী শ্রমিকদের একই প্লাটফর্মে এনে বিভিন্ন কোম্পানিদেরও যাতে একই ছাদের তলায় আনা যায়। দেশের সমস্ত মেট্রোপলিটন শহরেই কর্মসংস্থানের জন্যই সোনুর এই উদ্যোগ।

আরও পড়ুন: ক্যাটরিনা-রেখা থেকে মণীষা কৈরালা, রইলো নামী নায়িকাদের অ্যাডাল্ট সিনেমার তালিকা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest