মুম্বইয়ে আটকে আছেন? এই নম্বরে ফোন করুন… আপনাকে বাড়ি পৌঁছে দেবেন সোনু সুদ!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: পরিযায়ী শ্রমিকদের জন্য এবার হেল্পলাইন নম্বর চালু করলেন সোনু সুদ৷ টোল ফ্রি এই নম্বরে সরাসরি ফোন করতে পারবেন পরিযায়ী শ্রমিকরা, চাইতে পারবেন সাহায্য৷ হেল্পলাইন নম্বরটি হল 18001213711. নিজেই ট্যুইট করে এই তথ্য জানিয়েছেন সোনু৷

বলেছেন যে, ‘আপনি যদি মুম্বইতে থাকেন আর বাড়ি ফিরতে চান, তাহলে নির্দ্বিধায় এই নম্বরে ফোন করুন৷ আপনারা ক’জন রয়েছেন? কোথায় রেয়েছেন? কোথায় যেতে চান? আমি ও আমার টিম যথাসাধ্য চেষ্টা করব আপনাকে বাড়ি ফেরাতে’৷ 

করোনার প্রকোপ বেড়েই চলেছে গোটা বিশ্বে ৷ করোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউন চলছেই ৷ এই লকডাউনের ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন বিভিন্ন রাজ্যে কাজ করা পরিযায়ী শ্রমিকেরা৷ এই বিপর্যয়ে কর্মস্থল থেকে বাড়িতে ফেরার জন্য অনেকেই পাচ্ছেন না সঠিক পরিবহণ ৷ অনেকে তো পায়ে হেঁটেই অতিক্রান্ত করছেন লম্বা রাস্তা ৷

আরও পড়ুন: জীবনের প্রথম শর্টফিল্ম, ‘নটখট’-এর ফার্স্ট লুক সামনে আনলেন বিদ্যা

শ্রমিকদের এই দুর্দিনে পাশে দাঁড়িয়ে বাস্তবের হিরোর পরিচয় দিলেন পর্দার নায়ক সোনু সুদ ৷ স্রেফ নিজের দায়িত্বে প্রায় ১২ হাজার পরিযায়ী শ্রমিককে বাড়ি পাঠিয়েছেন তিনি ৷ অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নায়ককে যোগাযোগ করছেন বাড়ি ফেরার জন্য ৷

পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানোর কারণে সোশ্যাল মিডিয়ায় সোনু সুদ এখন দারুণ জনপ্রিয় ৷ অনেকে তো সোনু সুদকে নাম দিয়েছেন দ্য রিয়েল হিরো ৷ এমনকী, শোনা যাচ্ছে বিহারের কয়েকজন যুবক সোনু সুদের মূর্তি তৈরি করতেও আগ্রহ প্রকাশ করেছে ৷ তবে তাতে আগ্রহ প্রকাশ করেননি সোনু। বরং সেই টাকা গরিবদের মধ্যে দান করে দিতে বলেছেন তিনি।

রইল সোনু সুদের পোস্ট—

https://www.instagram.com/p/CArWTnaAwYk/

আরও পড়ুন: হিন্দু-মুসলিম ভাই ভাই! ইদে ভক্তদের জন্য গান গাইলেন ভাইজান, শুনুন…

Gmail 3

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest