মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা! কঙ্গনার বিরুদ্ধে গর্জে উঠলেন সেলেবরা…

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক বিস্ফোরক মন্তব্য করে চলেছে কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। কিছুদিন আগেই টুইটে কঙ্গনা মন্তব্য করেছিলেন মুম্বই পুলিশের থেকে তিনি নিরাপত্তা চান না। এবার টুইটে আবার ব্যঙ্গ করে লিখলেন, “মুম্বইকে কেন পাক অধিকৃত কাশ্মীরের মতো মনে হচ্ছে!”

https://twitter.com/KanganaTeam/status/1301413968729210880?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1301413968729210880%7Ctwgr%5Eshare_3&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Fentertainment%2Fkangana-ranaut-says-mumbai-feeling-like-pakistan-occupied-kashmir-dgtl-1.1198317

কঙ্গনার এই সব বিতর্কিত ট্যুইট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই সরব হয়েছেন একাধিক বলিউড সেলেব।মুম্বই শহরের প্রতি তাঁদের ভালোবাসা জানিয়েছে একাধিক ট্যুইট করেছেন। সেই তালিকায় রয়েছেন রীতেশ দেশমুখ, সোনু সুদ, মীরা চোপড়া, দিয়া মির্জা, ঊর্মিলা মাতন্ডকর, রেনুকা সাহানে, স্বরা ভাস্কর, অনুভব সিনহা, কুনাল কামরা, কুবরা সেইত এবং আরও অনেকে।

সোনু সুদ তাঁর ট্যুইটে লিখেছেন, ‘এই শহর মানুষের ভাগ্য বদলে দেয়। কুর্নিশ জানালে পালটা সেলাম পাওয়া যায়।’

মীরা চোপড়া লিখেছেন, ‘আমি দিল্লির মেয়ে। গত ৫ বছর ধরে মুম্বইয়ে বাস। একটা কথা হলফ করে বলতে পারি, মুম্বই শহর খুবই নিরাপদ এবং এখানকার পুলিশ সব সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।’

আরও পড়ুন: সামনে এল ‘দুর্গা দুর্গতিনাশিনী’র প্রোমো, মহামায়া রূপে মন ভরালেন মিমি চক্রবর্তী

কঙ্গনার সঙ্গে তাঁর টুইটের যুদ্ধ নতুন নয়। এর আগে কঙ্গনা তাঁকে ‘বি-গ্রেড’ অভিনেত্রী বলেও কটাক্ষ করছিলেন। তাই স্বরা ভাস্কর তাঁকে এক আঙুল জমি ছাড়তেও রাজি নন।

শব্দের লড়াইয়ে এ বার স্বরার সঙ্গী হয়েছেন দিয়া মির্জা। টুইট করে তিনি জানান, এতগুলি বছর ধরে মুম্বই কী ভাবে তাঁকে ভালবাসা দিয়েছে। অভিনেত্রী লেখেন, “মুম্বই আমার প্রাণ, প্রায় ২০ বছর ধরে এই শহরে থাকছি, কাজ করছি। এই শহর দু’হাত বাড়িয়ে আমাকে আপন করে নিয়েছে। আগলে রেখেছে। মুম্বই ঐক্যের শহর, সুন্দর শহর।”

রেণুকা সাহানে তো রীতিমতো কঙ্গনার টিমকে ট্যাগ করেই রেখেছেন তাঁর কড়া বক্তব্য৷ তিনি বলছেন যে এমন তুলনা অবান্তর এবং মুম্বইকর হিসেবে তিনি মোটেও এটা মানতে পারেন না৷ এটা বলেই তিনি থামেননি৷ বলেছেন যে তিনি কঙ্গনার থেকে আরও ভাল কিছু আশা করেছিলেন৷

কঙ্গনার কথায় রেগেছেন উর্মিলামাতন্ডকরও৷ তিনি লেখেন, ‘মহারাষ্ট্র ভারতের সংস্কৃতির মুখ। মহান শিবাজী মহারাজ্যের ভূমি এটি। লাখ লাখ মানুষের মুখে অন্ন তুলে দিয়েছে এই শহর, তাদের নাম-যশ-প্রতিপত্তি দিয়েছে। একমাত্র অকৃতজ্ঞরাই একে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করতে পারেন। শকড এবং ডিসগাস্টেড।’

কঙ্গনা হিমাচল প্রদেশের ছোট্ট একটা শহর থেকে বুকে এক সমুদ্র স্বপ্ন নিয়ে পাড়ি দিয়েছিলেন মায়ানগরীতে নায়িকা হতে। এই শহর তাঁকে ফেরায়নি। উজাড় করে দিয়েছে নাম, যশ, খ্যাতি।  তবুও এই শহরকেই আর বিশ্বাস করতে পারছেন না ‘কুইন’। বিতর্কিত এই মন্তব্যের পর অনেকেই অসন্তুষ্ট তাঁর উপর। বলিউডে কি তবে বন্ধুর সংখ্যা কমছে কঙ্গনার?

আরও পড়ুন: সিং ‘আউট’ কাপুর ‘ইন’! ১৩ বছর পর বনশালীর ছবিতে রণবীর, সঙ্গে আলিয়া

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest