একমাস ধরে বেলভিউ হাসপাতালে ভর্তি রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। শুক্রবার তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে।মস্তিস্কের স্নায়বিক সমস্যা বেড়েছে। রক্তজমাট বেধেছে কি না, তা জানতে এ দিন সৌমিত্রর সিটি স্ক্যান করা হয়। ইউএসজিও করেছেন চিকিৎসকেরা।
হৃদযন্ত্রও ভাল কাজ করছে না। ‘হার্ট রেট’ অনেকটাই বেড়ে গিয়েছে।বর্তমানে তিনি ভেন্টিলেশনে রয়েছেন। বাড়াতে হয়েছে অক্সিজেনার মাত্রাও। কিডনির সমস্যার কারণে বেশ কয়েকবার ডায়ালেসিস করতে হয়েছে।
আরও পড়ুন : সাধারণের ভেতরে অসাধারণত্ব খুঁজে ফেরা আজীবন, শুভ জন্মদিন হুমায়ুন স্যার!
গতকালের ‘প্রথম দফার’ প্লাজমাফেরেসিস (প্লাজমা থেরাপি)-এর ফলে অভিনেতার শরীরে কোনওরকম উন্নতি হয়নি। এর আগে বুধবার সৌমিত্রবাবুর শ্বাসনালিতে অস্ত্রোপচার বা ট্রাকিওস্টমি করা হয়েছিল।
সেই প্রক্রিয়ায় অস্ত্রোপচার করে শ্বাসনালীতে (ট্রাকিয়া) ট্রাকিওস্টোমি টিউব স্থাপন করা হয়ে থাকে। যাতে নাক-মুখের বদলে গলায় থাকা ওই টিউবের মুক্ত প্রান্তের মধ্য দিয়ে শ্বাসপ্রশ্বাস হয়। সেই অস্ত্রোপচারের পর হাসপাতালের তরফে জানানো হয়েছিল, পুরোপুরি সফলভাবেই প্রবীণ অভিনেতার শ্বাসনালিতে অস্ত্রোপচার হয়েছে।
এ দিন কিডনির সমস্যা আরও প্রকট হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর, সৌমিত্রর প্লাজমা থেরাপির পর শারীরিক অবস্থা স্থিতিশীল হয়। তাঁর রক্তচাপ এবং রক্তের অন্যান্য মাত্রাও স্বাভাবিক ছিল। কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা যায়নি। কিন্তু এ দিন নতুন করে পরিস্থিতির অবনতি হয়।
সৌমিত্রের জন্য লাগাতার প্রার্থনা করছেন তাঁর অগণিত ভক্ত। সত্যজিতের হাতেগড়া এই অভিনেতা দশকের পর দশক ধরে আমাদের সমৃদ্ধ করেছেন। কেবল অভিনয় নয়, সাহিত্যের অঙ্গনেও তাঁর অবাধ বিচরণ। তাঁর আবৃত্তি অসাধারণ করেন। এই প্রবীণ বয়সেও নিয়মিত অভিনয়ের জগতে নিজেকে ব্যাস্ত রাখতেন তিনি। নিজেকে কোনওদিন অসুস্থ মনে করতেন না। কাজের জগতে সর্বদা ডুবে থাকতেন। অসম্ভব রুচিশীল, শালীন, একইসঙ্গে দুরন্ত স্মার্ট সৌমিত্রের অসুস্থতায় তাই মন ভার বহুজনের।
আরও পড়ুন : ভূয়সী প্রশংসা মনমোহনের, রাহুল গান্ধী ‘অগোছালো’ প্রকৃতির, ওবামার আত্মজীবনীতে নেই মোদী