প্রায় কাজ বন্ধ করেছে মস্তিষ্ক, সৌমিত্রকে ফেরাতে ভরসা কেবল অলৌকিই

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

শুক্রবার বিকেল থেকেই অবস্থার দ্রুত অবনতি হতে থাকে বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। বেলভিউ সূত্রে খবর, মস্তিষ্ক প্রায় কাজ করা বন্ধ করে দিয়েছে। কাজ করছে না হার্টও। চিকিৎসকদের শত চেষ্টাতেও সৌমিত্র সাড়া দিচ্ছেন না চিকিৎসায়। প্রায় একমাসেরও বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি অভিনেতা। শুক্রবার, তাঁর শারীরিক অবস্থা সবথেকে খারাপ হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সৌমিত্রর কোনও উন্নতি হয়নি। তাঁর অঙ্গপ্রত্যঙ্গ সচল রাখার জন্য পুরোপুরি লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। অলৌকিকেই আপাতত ভরসা রাখছেন চিকিৎসকেরা।

আরও পড়ুন : ‘ভুটু ভাইজানে’র স্মৃতি উস্কে শিশু দিবসে হাজির ‘হামি ২’-র পোস্টার

চিকিৎসক অরিন্দম কর জানিয়েছেন, গত ৪০ দিন ধরে সৌমিত্রকে সুস্থ রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা। শুক্রবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তাঁর পর ২৪ ঘণ্টায় কেটে গেলেও এখনও কোনও রকম উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে বলে জানিয়েছেন অরিন্দম।

তিনি বলেন, “সৌমিত্রকে নিয়ে এখন অলৌকিকেই ভরসা করতে হবে আমাদের।” হাসপাতালে আসার জন্য সৌমিত্রর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

তিন দিন আগেই শ্বাসনালিতে অস্ত্রোপচার হয় সৌমিত্রর। অস্ত্রোপচার সফলও হয়। চিকিৎসকরা জানিয়েছিলেন, তাঁর শরীরের অঙ্গপ্রত্যঙ্গ ঠিকঠাকই কাজ করছে। তবে তিনি খুব দুর্বল। শ্বাসনালিতে অস্ত্রোপচারের পর সৌমিত্রর প্লাজমা থেরাপিও করা হয়।

চিকিৎসকদের দল চেষ্টা চালাচ্ছেন। কিন্তু পরিস্থিতি ধীর ধীরে গুরুতর হচ্ছে। অভিনেতার বর্তমান শারীরিক অবস্থা ঘিরে বাড়ছে আশঙ্কাও। চিকিৎসক অরিন্দম কর যে বুলেটিন দিয়েছেন, তাতে তাঁর গলাতেও উদ্বেগ ফুটে উঠেছে। তিনি জানিয়ে দিয়েছেন, এই প্রথম এতোটা সঙ্কটজনক অবস্থায় রয়েছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।

আরও পড়ুন : কালীপুজোয় সারপ্রাইজ দিলেন মিমি চক্রবর্তী, দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিতে হাজির জিৎ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest