সাজ বদলে বিজেপি-তে যোগ শ্রাবন্তী, ৬ মাস যোগাযোগ না থাকলেও শুভেচ্ছা জানালেন রোশন

তাঁদের বিবাহবিচ্ছেদ এখনও হয়নি। কিন্তু নেটমাধ্যমে নাম না করে একে অপরকে তির্যক মন্তব্য করেন তাঁরা।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সোমবার নতুন রূপে দেখা দিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বিজেপি-তে যোগ দেওয়ার দিনে নেতাদের সঙ্গে পাঁচতারা ব্যাঙ্কোয়েটের মঞ্চে উপস্থিত হলেন ‘শান্তির’ রঙে। হাল্কা মেক-আপে।

নায়িকার সাজ এক রকম। কিন্তু বিজেপি-র শ্রাবন্তী একেবারেই আলাদা। তা-ই যেন বুঝিয়ে দিতে চাইলেন। সোমবার পদ্মশিবিরে যোগ দেওয়ার সময়ে তাই স্নিগ্ধ সাদা সালোয়ার কামিজে দেখা গেল তাঁকে। তবে তিনি তো কেবলই নেত্রী নন। অনুরাগীদের মুগ্ধতায় যেন ঘা না লাগে, সে দিকেও খেয়াল রেখেছে তাঁর শরীরে জড়ানো চিকনের কাজ করা ওড়না। এক রঙা কামিজের স্বাদ বদল করেছে ঘণ্টার আকারে তৈরি হাতার নকশা।

খোলা চুল, হাল্কা কাজল, লালচে লিপস্টিক— সবে মিলে বুঝিয়ে দিয়েছে অভিনেত্রীর ভাবমূর্তিতে পরিবর্তন আসছে। টলিউড থেকে গেরুয়ায় পা রাখার দিনে তারকার গায়ে তাই কি দেখা গেল না তেমন কোনও গয়না? রুপোলি রঙা ঝুমকো আর একই রঙের ঘড়ি শুধু সামঞ্জস্য রাখল সদ্য বিজেপি-তে যোগ দেওয়া শ্রাবন্তীর বেশে।

আরও পড়ুন: শ্রীলেখার মধ্যমায় ‘কাস্তে-হাতুড়ি’, হাতে পতাকা নিয়ে বোঝালেন ‘টুম্পা’র ব্রিগেড যাওয়ার মাহাত্ম্য

অন্যদিকে, স্ত্রীর এই নতুন পথ চলার খবরে অবাক হয়ে হয়েছেন স্বামী রোশন সিং। বললেন, “শ্রাবন্তী যে বিজেপি-তে যাবে, তার কোনও আভাস আমি পাইনি। আমাদের অবশ্য এখন আর কোনও কথা হয় না। ৬ মাস হয়ে গেল কেউ কারও খবর রাখি না।” তিনি আরও বলেন, “ওর নতুন পথচলা সফল হোক। দেশের জন্য কাজ করুক। আনন্দে থাকুক। বেস্ট অব লাক শ্রাবন্তী…”

রোশন আর শ্রাবন্তী এখন আলাদা থাকেন। তাঁদের বিবাহবিচ্ছেদ এখনও হয়নি। কিন্তু নেটমাধ্যমে নাম না করে একে অপরকে তির্যক মন্তব্য করেন তাঁরা।

আরও পড়ুন: পিঠ খোলা পোশাক, আলো-আঁধারি খেলায় ‘সেক্সি’ মিথিলা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest