Srabanti: Star in the Leo constellation named after Srabanti Chatterjee

Srabanti: তারায় তারায়…এবার আকাশের ঠিকানায় নাম লেখালেন শ্রাবন্তী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

এবার আকাশের ঠিকানায় নিজের নামটি লিখিয়ে ফেললেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। অভিনেত্রীর নামে রাখা হল তারার নাম।

১৩ অগাস্ট ছিল শ্রাবন্তীর জন্মদিন। জন্মদিনের আটদিন বাদেই এক নয়া উপহারের কথা সামনে আনলেন অভিনেত্রী। সোমবার সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে লিখেছেন, “এবার থেকে লিও নক্ষত্রপুঞ্জে (যা কিনা আমার রাশি) একটি তারা আমার নামে থাকছে। ইন্টারন্যাশনাল স্টার ডিরেক্টরিতে শ্রাবন্তী হিসেবে এর নাম নথিভুক্ত হয়ে গিয়েছে।” প্রিয় অভিনেত্রীর এই খবরে খুশি অনুরাগীরা। শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী।

আরও পড়ুন: Bigg Boss OTT 2: এলভিস যাদব জিতলেন ‘বিগ বস ওটিটি ২’, পেলেন নগদ ২৫ লক্ষ টাকা

কে তাঁকে এই তারা উপহার দিলেন, নাকি শ্রাবন্তী নিজেই কিনলেন তারা, সে কথা গোপনই রেখেছেন অভিনেত্রী। যে ওয়েবসাইট থেকে এই স্টারটি কেনা হয়েছে, সেখানে চোখ রেখে দেখা গেল, ভারতীয় মুদ্রায় ৫ হাজার থেকে ৭ হাজারের মধ্যেই যেকোনও তারা কিনতে পারেন আপনিও।

এখন ‘ডান্স বাংলা ডান্স’-এর বিচারক হিসেবে দেখা যাচ্ছে শ্রাবন্তীকে। এছাড়াও বাংলার দৌর্দণ্ডপ্রতাপ ডাকাত-সম্রাজ্ঞী ‘দেবী চৌধুরানী’র চরিত্রের প্রস্তুতি নিচ্ছেন তিনি। শুভ্রজিৎ মিত্র পরিচালিত এই ছবিতে ভবানী পাঠকের চরিত্রে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। জিতু কামালের সঙ্গে জুটি বেঁধে সেখানে চলছে ‘বাবুসোনা’ ছবির শুটিংও করেছেন অভিনেত্রী।

আরও পড়ুন: Swastika Mukherjee: ‘আমি মৌখিক ধর্ষণের শিকার ‘! তোয়ালে জড়ানো ছবি দিয়ে দাবি স্বস্তিকার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest