Site icon The News Nest

Sreela Majumdar: ক্যানসারের কাছে মানলেন হার, প্রয়াত অভিনেত্রী শ্রীলা মজুমদার

Sreela Majumdar

বিনোদন জগতে নক্ষত্রপতন। প্রয়াত স্বর্ণযুগের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলা মজুমদার (Sreela Majumdar)। শনিবার নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ (Sreela Majumdar Demise) করেন তিনি। দীর্ঘ ৩ বছরেরও বেশি সময় ধরে ক্যান্সারের (Cancer) সঙ্গে লড়াই চলছিল তাঁর। শেষপর্যন্ত হার মানতে হল কর্কট রোগের কাছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।

অভিনেত্রী শ্রীলা মুজমদারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্সে (সাবেক টুইটার) টুইট করে তিনি লিখেছেন, “ফিল্ম অভিনেত্রী শ্রীলা মজুমদারের মৃত্যুতে শোক জ্ঞাপন করছি। ভারতীয় বহু ছবিতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন তিনি। তাঁর চলে যাওয়া বাংলা ছবির অপূরণীয় ক্ষতি। তাঁর আত্মার শান্তি কামনা করি।”

বয়স তখন মাত্র ১৬ বছর। একটি নাটকের মহড়া থেকে সিনেমার জগতে নিয়ে এসেছিলেন স্বনামধন্য পরিচালক মৃণাল সেন। ১৯৮০ সালে মৃণাল সেন পরিচালিত পরশুরাম ছবির মাধ্যমে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন প্রয়াত অভিনেত্রী শ্রীলা মজুমদার। আর শ্রীলার শেষ সিনেমা কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘পালান’। এ যেন একেবারে বৃত্তপূরণ। এছাড়াও মৃণাল সেনের আরও ছয়টি ছবিতে অভিনয় করেছেন তিনি৷ একাধিক ছবিতে তাঁর অভিনয় নজর কেড়েছে দর্শকদের৷ যেমন- ‘একদিন ‘, ‘অকালের সন্ধানে ‘, ‘খারিজ ‘, ‘চোখের মতো ‘ ছবিতে অভিনয়ের ছাপ রেখে গিয়েছেন তিনি৷ তাঁর জীবনের উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে অন্যতম গৌতম চট্টোপাধ্যায়ের ‘মহীনের ঘোড়াগুলি’।

তাঁর ট্যালেন্ট শুধু টলি ইন্ডাস্ট্রিতেই সীমাবদ্ধ থাকেনি। অভিনয় প্রতিভার বিচ্ছুরণ ঘটেছিল আরবসাগরের পাড়েও। বলিউডের নামজাদা তারকাদের সঙ্গেও কাজ করেছিলেন। শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ, স্মিতা পাটিলের সঙ্গেও অভিনয় করেছিলেন তিনি। শ্যাম বেনেগালের পরিচালনায় কাজ করেছেন ‘আরহণ’, ‘মান্ডি’র মতো ছবিতে।শ্রীলা মজুমদারের অভিনয় কেরিয়ারের আরও একটি উল্লেখযোগ্য দিক হল, ২০০৩ সালে চোখের বালি সিনেমায় ঐশ্বর্য রাই বচ্চনের জন্য বাংলায় কণ্ঠ দিয়েছিলেন।

টালিগঞ্জে স্বামী-পুত্রের সঙ্গে থাকতেন শ্রীলা। আজই কেওড়াতলা মহাশ্মশানে অভিনেত্রীর (Sreela Majumdar) শেষকৃত্য সম্পন্ন হবে।

 

Exit mobile version