Site icon The News Nest

‘স্ট্র্যাপটা খুললে আরও ভাল লাগবে!’ নেটিজেনের মন্তব্যের কী জবাব দিলেন Sreelekha?

Sreelekha Mitra scaled

বৃষ্টিভেজা বিকালে শ্রীলেখার ‘একলা মন’ একটু উরু উরু… ঘরে মন থাকতে চাইছিল না তাই চট করে একটা ভিডিয়ো শ্যুট করে নিজের অনুভূতি ভাগ করে নিয়েছিলেন ইনস্টাগ্রাম ফ্যামিলির সঙ্গে। সেই ভিডিয়োতে ‘মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ’ গান গুনগুনিয়ে গেয়ে শোনালেন শ্রীলেখা আর শেষে ছুঁড়ে দিলেন ফ্লায়িং কিস। ভিডিয়ো দেখে কেউ বললেন, গলাটা তো দুর্দান্ত, কেউ আবার বাড়িতে এসে কফি খেয়ে যাওয়ার আমন্ত্রণও দিলেন। এই অবধি সব ঠিকই ছিল কিন্তু শ্রীলেখা কিছু পোস্ট করবেন আর সেখানে ট্রোলাররা ছুটে আসবেন না তাও কি সম্ভব! অভিনেত্রীর এই পোস্টের কমেন্ট বক্সে কুরুচিকর আক্রমণ করে বসেন এক জনৈক।

একজন লিখেছেন, ‘স্ট্র্যাপটা খুলে ফেলো, আরও ভাল লাগবে, আরও ভাল বডি শো-অফ করবে’। উল্লেখ্য, এই ভিডিয়োতে শ্রীলেখার দেখা মিলেছে ধূসর রঙা স্প্যাগেটি টপে। সবচেয়ে চমকে দেওয়ার মতো ব্যাপার এই কটূক্তি শ্রীলেখার উদ্দেশ্য ছুঁড়ে দিয়েছেন যিনি তিনি নিজেও একজমন মহিলা! অন্তত তার ইনস্টাগ্রাম প্রোফাইল তেমনটাই বলছে। পৌলমী বিনয় যোশী নামক ওই নেটিজেনের মন্তব্যের পালটা জবাব দিয়ে শ্রীলেখা লেখেন, ‘পৌলমী বিনয় যোশী, কেন বলুন তো? আপনার পরতে ইচ্ছে করছে বুঝি কিন্তু পারছেন না, হুম বুঝি জ্বালাটা।

আরও পড়ুন: ‘রাজ কুন্দ্রাই পর্ন ইন্ডাস্ট্রিতে এনেছিল’, বিস্ফোরক পুনম পাণ্ডে ও শার্লিন চোপড়া

এই গোটা বিষয়টি ফেসবুকেও স্ক্রিনশট দিয়ে পোস্ট করেছেন শ্রীলেখা। পোস্টে তিনি লিখলেন, ‘মনস্তাত্ত্বিক বিশ্লেষণ সেভাবে করতে পারি না। তবে বোঝার মতো মন আছে। তাই এই ধরনের নারীর প্রতি সহানুভূতি রয়েছে আমার। এ কাজ শুধু পরুষেরাই করে না! অন্য মিত্র-র কথা ভুলে গিয়েছেন, যে আমাকে বডি শেমিং করে কমেন্ট করেছিল। ওই মন্তব্যে বিরক্ত হয়েছিলাম, এটাও নয়।’

অন্য মিত্র বলতে শ্রীলেখা রিমঝিম মিত্র-কে বুঝিয়েছেন তা বুঝে নিতে অসুবিধা হয় না। গত মে মাসে এক জনৈকর পোস্টের কমেন্ট বক্সে রিমঝিম মিত্র ‘থলথলে বৌদি’ বলে কটাক্ষ করেছিলেন শ্রীলেখা, না সেই কমেন্ট একবারের জন্য শ্রীলেখার নাম উল্লেখ হয়নি। কিন্তু শ্রীলেখা সেই সময় নিজেই জানিয়েছিলেন, ‘যে কেউ দেখলেই বুঝবে ওই মন্তব্যের উদ্দেশ্য আমি’।

আরও পড়ুন: Porn Case: এ বার জিজ্ঞাসাবাদ শিল্পাকে, বাড়ি থেকে গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ পুলিশের

Exit mobile version