Site icon The News Nest

পুজোর আগেই পিতৃহারা হলেন শ্রীলেখা মিত্র, প্রয়াত বাবা সন্তোষ মিত্র

WhatsApp Image 2021 09 27 at 1.06.07 PM 1

অভিনেত্রী শ্রীলেখা মিত্রের পরিবারে দুঃসংবাদ। প্রয়াত অভিনেত্রীর বাবা সন্তোষ মিত্র। শনিবার গভীর রাতে প্রয়াত হন তিনি। পুজোর আগেই পিতৃহারা হলেন নায়িকা। বাবা চলে গিয়েছেন। সোমবার সকালে মাত্র দুটি শব্দে সোশ্যাল মিডিয়ায় এই দুঃসংবাদ জানিয়েছেন তিনি। ফেসবুকে শ্রীলেখা লিখেছেন, ‘আমার বাবা’। অসংখ্য অনুরাগী, শুভান্যুধায়ী জানতে চেয়েছেন, ঠিক কী হয়েছে। আর যাঁরা জানেন, তাঁরা শ্রীলেখাকে শান্ত থাকার, শক্ত থাকার অনুরোধ জানিয়েছেন।

মা চলে যাওয়ার পর বাবাকে আগলে রাখতেন শ্রীলেখা। বাবা তাঁর বন্ধুর মতো হয়ে গিয়েছিলেন।  অভিনেত্রীর বাবা ছিলেন একজন স্পেসিয়ান অভিনেতা। গত ২৮ জুলাই বাবার সঙ্গে শেষ ছবি ফেসবুকে শেয়ার করেছিলেন শ্রীলেখা। কোনও পারিবারিক ঘরোয়া অনুষ্ঠানে বাবা এবং মেয়েকে নিয়ে গিয়েছিলেন শ্রীলেখা। সেখানে বাবার এবং তাঁর পোশাকের রং এক ছিল। তাই ছবির ক্যাপশনে লিখেছিলেন, ‘বাবা, আমি সেম সেম’।

শ্রীলেখার বাবা আজীবন বামপন্থী মনোভাবাপন্ন ছিলেন। ছোট থেকেই সেই পরিবেশে বড় হয়েছেন শ্রীলেখা। নিজের মধ্যেও সেই মতাদর্শ ধীরে ধীরে তৈরি হয়েছিল। বাবার আদর্শেই নিজের রাজনৈতিক মনন তৈরি করেছিলেন। গত বিধানসভা নির্বাচনের আগে বামপন্থী প্রার্থীদের সমর্থনে বহু সভা, মিছিল, বক্তৃতায় সক্রিয় অংশ নিয়েছিলেন তিনি। বামপন্থার আদর্শ আজীবন নিজের মধ্যে শ্রীলেখা লালন করবেন বাবার দেখানো পথেই।

পুজোর আগে বাবাকে হারিয়ে শোকস্তব্ধ শ্রীলেখা। বেশ কয়েক বছর আগেই মাকে হারিয়েছেন অভিনেত্রী। মা চলে যাওয়ার পর বাবাকে আগলে রেখেছিলেন তিনি। পরিচিতরা এই খবর পেয়ে সমব্যথী; ইতিমধ্যেই শোক, সমবেদনা জানিয়েছেন তাঁকে।

Exit mobile version