Srijit Mukherji in Hospital, Mithila flew from Dhaka after getting the news

Srijit Mukherji: হাসপাতালে সৃজিত! খবর পেয়ে ঢাকা থেকে উড়ে এলেন মিথিলা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

টলিউডের প্রথম সারির পরিচালক তিনি। টলিউডের পাশাপাশি দাপিয়ে বেড়াচ্ছেন বলিউড। হাতে একের পর এক প্রোজেক্ট। কাজ নিয়ে এই ব্যস্ততার মাঝেই বুধবার সকালে ফেসবুকে পরিচালক লেখেন- ‘হৃদয় পরিবর্তন’ হওয়ায় তিনি আজ কাজে যেতে পারছেন না। সৃজিত ফেসবুকের দেওয়ালে লেখেন- ‘ভেবেছিলাম আজও অনান্য দিনের মতো কাজে যাব, কিন্তু হৃদয়ে পরিবর্তন এল’। সৃৃজিতের এই পোস্ট দেখে শোরগোল সোশ্যাল মিডিয়ায়। পরিচালকের এই পোস্টের মন্তব্য বাক্সে কেউ জানতে চেয়েছেন, ‘কী ঠিক আছো তো? কী হয়েছে?’ আবার কেউ লেখেন- ‘সাবধানে থেকো। নিজের যত্ন নাও’।

আরও পড়ুন: Kiara Advani: বিয়ের পাঁচ মাসেই অন্তঃসত্ত্বা কিয়ারা? অভিনেত্রীর ছবি ঘিরে জল্পনা

সৃজিতের অসুস্থতার খবর নিয়ে যখন তোলপাড় টলিউড। তখন তড়িঘড়ি তিলোত্তমায় ফিরেছেন মিথিলাও। খবরে সিলমোহর দেন সৃজিত ঘরণী। আজকালকে অভিনেত্রী জানান, সৃজিত ভালো আছেন। চিন্তার কোনও কারণ নেই। তাঁর ঠিক ৬ ঘণ্টার মধ্যেই সৃজিত দিলেন এক বিরাট আপডেট! তিনি লিখছেন, “আমার ফেসবুক এবং টুইটারে অনেক ব্লক থাকলেও হার্টে কোনও ব্লকেজ নেই। হার্টের সমস্যা হয়েছে পরিচালকের।” এই নিয়ে কোনও উত্তর না মিললেও তাঁকে ভাল থাকার পরামর্শ দিয়েছেন ভক্তরা। তবে, তিনি ভাল আছেন, গুরুতর অসুস্থতা নেই এটি শুনেও বেশ স্বস্তিতে তাঁরা।

তবে এই গুঞ্জন আরও একটি গুঞ্জনকেও মুছে দিয়েছে। বেশ কিছু দিন ধরেই রটেছিল, সৃজিত-মিথিলা আলাদা হয়ে যাচ্ছেন। মেয়ে আয়রাকে নিয়ে বাংলাদেশে ফিরে গিয়েছেন অভিনেত্রী। পরিচালক এই নিয়ে মুখ খোলেননি। মিথিলা সেই সময় ইওরোপে। দেশে ফিরেই মুখ খোলেন তিনি। জানান, সবটাই ভুয়ো। আজকাল ডট ইনকে জানিয়েছেন, এই মুহূর্তে তিনি কলকাতায়। এবং সৃজিতকে সঙ্গে নিয়ে হাসপাতালে মানেই তাঁরা একসঙ্গে।

আরও পড়ুন: Lust Stories 2: ‘খাওয়া বা ঘুমের মতোই মহিলাদের যৌনসুখও স্বাভাবিক…’যৌনতা নিয়ে খুল্লমখুল্লা মন্তব্য কাজলের

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest