বিয়ে করছেন অনির্বাণ ভট্টাচার্য। আগামী ২৬ নভেম্বর দীর্ঘদিনের বান্ধবী মধুরিমা গোস্বামীর সঙ্গে গাঁটছাড়া বাঁধছেন অভিনেতা। অনির্বাণ ভট্টাচার্যের বিয়ের খবর প্রকাশ্যে আসার পর তাঁর অগণিত মহিলা ভক্তদের মন ভাঙতে শুরু করেছে। টলিউডের অন্যতম প্রথম সারির অভিনেতার বিয়ের খবর প্রকাশ্যে আসার পর তাঁর অনুরাগীদের পাশাপাশি নাকি মন খারাপ পরিচালক সৃজিত মুখোপাধ্যায়েরও। কি অবাক লাগছে শুনে! বিষয়টি খোলসা করেই বলা যাক তাহলে।
গত দু- বছরে সৃজিতের ছ’টি ছবিতে অভিনয় করেছেন অনির্বাণ।উমা দিয়ে শুরু এই পরিচালক-অভিনেতা জুটির সফর। এরপর এক যে ছিল রাজা, শাহজাহান রিজেন্সি, ভিঞ্চি দা, গুমনামী, দ্বিতীয় পুরুষ- এই পাঁচটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। অফ-স্ক্রিনে দুজনের বন্ধুত্ব চোখে পড়বার মতো। এই পরিচারক-অভিনেতা জুটি হালে একে অপরের পরিপূরক হয়ে উঠেছেন। সৃজিতের ছবির ‘এক্স ফ্যাক্টর বা কমন ফ্যাক্টর’ যাই বলুন না কেন সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে অনির্বাণ ভট্টাচার্যর উপস্থিতিটাই এখন চোখে সয়ে গেছে।
আরও পড়ুন: সবাইকে চমকে দিয়ে বিয়ে, অবশেষে রিসেপশনের ছবি শেয়ার সানা খানের
খোকা এবং খোকার মালিক ( এ ক্ষেত্রে স্রষ্টা বা পরিচালক)-এর এই রসায়ণ নিয়ে সোশ্যাল মিডিয়াতে বহু মিম চোখে পড়ে। সৃজিত-মিথিলার বিয়ের সময়ও যেমনটা ঘটেছিল, অনির্বাণের ক্ষেত্রে ছবিটা খুব বেশি আলাদা নয়। তেমনই একটি ছবির মিম টুইটারে শেয়ার করে হবু বর অনির্বাণকে শুভেচ্ছা জানালেন মিথিলা। এই টুইটে দেখা যাচ্ছে ‘অনির্বাণদার বিয়ের খবর নিতে না পারা কয়েকজন’-এর তালিকায় জ্বলজ্বল করছে সৃজিতের মুখ! ওই পোস্ট দেখে হাসিতে ফেটে পড়েন তাঁদের অনুরাগীরা।
Congrats @AnirbanSpeaketh ❤️ pic.twitter.com/6mU3pL3Nu0
— Rafiath Rashid Mithila (@rafiath_rashid) November 20, 2020
উল্লেখ্য,বৃহস্পতিবার রেজিস্ট্রি বিয়ে করছেন অনির্বাণ, ভেন্যু সল্টলেকের ন্যাশনাল মাইম ইনস্টিটিউট। পরের দিন ২৭ নভেম্বর বিয়ের অনুষ্ঠানের জায়গাতেই রিসেপশনের আয়োজন করা হয়েছে। করোনা পরিস্থিতিতে খুব ঘটা করে কোনও অনুষ্ঠান করছেন না অনির্বাণ, কারণ অতিথি সংখ্যা সীমিত রাখতে হবে। তবে ঘরোয়া এই আয়োজনে উপস্থিত থাকবেন সৃজিত-মিথিলা, ব্রাত্য বসুরা।
আরও পড়ুন: ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুললেন শাকিব খান, সক্রিয় হচ্ছেন টুইটারে